ওয়ানডে সিরিজের ২৪ জনের প্রাথমিক দলে থাকলেও জায়গা হয়নি ১৮ জনের মূল স্কোয়াডে। ইয়াসির আলি রাব্বির জন্য ব্যাপারটি নতুন নয়। এর আগেও, প্রাথমিক দল, এমনকি মূল স্কোয়াডে সুযোগ পেয়েও আন্তর্জাতিক অভিষেক হয়নি এই ব্যাটসম্যানের।
এবার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে ওয়ানডে দলে সুযোগ পেয়ে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবালদের কাছ থেকে দেখেছেন ইয়াসির। এই তরুণ ব্যাটসম্যান অবাক সিনিয়রদের নিষ্ঠা ও পরিশ্রমে।
‘আমি যত দেখি সিনিয়রদের তত অবাক হই। এই পর্যায়ে এসেও যে হার্ডওয়ার্কটা করেন সাকিব ভাই, তামিম ভাই, মুশফিক ভাই! মুশফিক ভাইয়ের কথা তো সবাই জানি কিন্তু বিশেষ করে তামিম ভাই সাকিব ভাইও নিজেদেরকে ধরে রেখেছেন। তাদের সঙ্গে সবসময় কথা বলি ওই বিষয় নিয়ে যে কিভাবে আপনারা নিজেদের ধরে রেখেছেন। সবাইকে দেখে ভালো জিনিস নেয়ার চেষ্টা করছি,’ বলেন রাব্বি।
বেড়ে ওঠার সময় সাকিব-তামিমদের ভেবেছেন আইডল। এখন খেলছেন তাদের সঙ্গে। বিষয়টা রোমাঞ্চিত করে রাব্বিকে।
‘আগে কখনও তাদের সবাইকে এক সঙ্গে পাইনি। প্রথম থেকেই ওয়ানডে সিরিজের ক্যাম্প থেকেই খুব রোমাঞ্চিত ছিলাম যে তাদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করে নিতে পারছি। তামিম ভাই, সাকিব ভাইদেরকে ছোট থেকে দেখে বড় হয়েছি। আসলেই আমি রোমাঞ্চিত যেটা বলতে পারব না। ভাষায় প্রকাশ করতে পারব না’, বলেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুক্রবার শুরু হতে যাওয়া প্রস্তুতি ম্যাচের স্কোয়াডে আছেন রাব্বি। আছেন বাংলাদেশের টেস্ট স্কোয়াডের প্রাথমিক দলে। মূল দলে জায়গা পাবেন কি না, সেটি এখনও অনিশ্চিত।