বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান জাহানারা-সালমারা

  •    
  • ২৬ জানুয়ারি, ২০২১ ১৭:২৯

প্রস্তুতিতে সন্তুষ্ট হলেও, সেটাই যথেষ্ট নয় বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলমের কাছে। মঙ্গলবার এক ভিডিওবার্তায় তিনি জানান, আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে মুখিয়ে আছে পুরো স্কোয়াড।

সিলেটে তিন সপ্তাহেরও বেশি ধরে চলছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ক্যাম্প। ৩ জানুয়ারি থেকে শুরু হওয়া ক্যাম্পে আছেন ২৯ নারী ক্রিকেটার।

সেখানে নিজেদের মধ্যে নিয়মিত ম্যাচ খেলছেন তারা। দুই দলে ভাগ হয়ে এখন পর্যন্ত মোট ছয়টি অনুশীলন ম্যাচ হয়েছে।

প্রস্তুতিতে সন্তুষ্ট হলেও, সেটাই যথেষ্ট নয় বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক জাহানারা আলমের কাছে। মঙ্গলবার এক ভিডিওবার্তায় তিনি জানান, আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে মুখিয়ে আছে পুরো স্কোয়াড।

‘আন্তর্জাতিক ক্রিকেটটা আমাদের কাছে আসল।দেশের প্রতিনিধিত্ব করি, দেশের জন্য খেলি। আমার বিশ্বাস এখান থেকে প্রস্তুতি নিয়ে আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। সামনে যে টুর্নামেন্টগুলো আছে সেগুলো বাংলাদেশ নারী দলের জন্য খুবই জরুরূ। চেষ্টা থাকবে ওই টুর্নামেন্ট থেকে জয় আনার,’ বলেন জাহানারা।

ক্যাম্পের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ধন্যবাদ জানান অধিনায়ক। ১০ মাস পরে মাঠে ফিরে প্রস্তুতি ভালোই হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক ভালো প্রস্তুতি নিচ্ছি। ক্যাম্পে ৩-৪ টি ম্যাচ খেলে ফেলেছি। আন্তর্জাতিক ম্যাচের আবহ তৈরি করেও দুটি ম্যাচও হয়েছে। ৬টি ম্যাচ খেলে ফেলেছি। সব কিছু মিলিয়ে লম্বা সময় যে খেলার বাইরে ছিলাম তা মনে হচ্ছে না।’

বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজকে রোববার সিরিজ হারিয়েছে ৩-০ ব্যবধানে। এমন পারফরম্যান্স অনুপ্রেরণা দিচ্ছে সালমা-রুমানাদেরকেও জানালেন অধিনায়ক।

‘খুবই আনন্দিত আর এটি অনুপ্রাণিত করে। আমরা খুবই খুশি। আমরা যখন আন্তর্জাতিক ম্যাচ শুরু করব তখন আমরাও দারুণ পারফর্ম করব’, যোগ করেন জাহানারা।

সিলেটে বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই ক্যাম্প চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

এ বিভাগের আরো খবর