ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নতুনতম সংস্করণ টি-টেন খেলতে রাতে আরব আমিরাত গেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই তারকা আফিফ হোসেন ও মেহেদি হাসান। তবে তারকা পেসার তাসকিন আহমেদকে ছাড়পত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।প্রায় সাড়ে তিন বছর পর সোমবার জাতীয় দলের জার্সিতে ফেরেন তাসকিন। ৮.২ ওভার বল করেন। ৩২ রান দিয়ে নেন রেমন রেইফারের উইকেট।ইনজুরি ও ফর্মের সমস্যা কাটিয়ে ম্যাচে ১৪৫ কিমি গতিতে বল করেন এই পেইসার। তারপরও আমিরাত ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি লিগ টি-টেনে খেলতে তাকে ছাড়পত্র দেয়নি বিসিবি।টেস্ট সিরিজের প্রাথমিক দলে থাকায় আটকে গেছেন তাসকিন। ৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার প্রথম টেস্ট।যেখানে এবাদত হোসেন, আবু জায়েদদের সঙ্গে নতুন বল হাতে দেখা যেতে পারে তাসকিনকে।
১০ ওভারের টি-টেন লিগে আফিফ-মেহেদি দুইজনই খেলবেন বাংলা টাইগার্সের হয়ে। ফ্র্যাঞ্চাইজির আইকন ক্রিকেটার আফিফ। মোসাদ্দেক হোসেন ও মুক্তার আলীও আছেন এক দলে। তাদের দলে টেনেছে মারাঠা অ্যারাবিয়ানস। আর নাসির হোসেনের ফ্র্যাঞ্চাইজির নাম পুনে ডেভিলস।আফিফ ও মেহেদি ওয়ানডে সিরিজ শেষে আমিরাত গেলেও, তাসকিন ছাড়া বাকিরা গেছেন আগেই। ২৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে টি-টেন লিগ।