ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল শেষ করেছেন সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে। তিন ম্যাচে দুই ফিফটিতে তামিমের সংগ্রহ ১৫৮।তারপরও নিজের ব্যাটিং নিয়ে খুশি নন তামিম। বড় ইনিংস না খেলার আক্ষেপ পোড়াচ্ছে এই ওপেনারকে।‘প্রথম দুই ম্যাচে সুযোগ ছিলো অপরাজিত থাকার। আজকে সুযোগ ছিলো বড় ইনিংস খেলার। হতাশা তো আছে। একদিক থেকে ভালো যে আন্তর্জাতিক ক্রিকেটে এসে আমি রান পাচ্ছি। তাই এটা ঠিক আছে কিন্তু আরও ভালো হতে পারতো’, বলেন বাংলাদেশ অধিনায়ক।তৃতীয় ম্যাচে প্রথমবারের মত আগে ব্যাট করার সুযোগ পায় বাংলাদেশ। তামিম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের ফিফটিতে ২৯৭ রান সংগ্রহ করে টাইগাররা। দলের পারফরম্যান্সে সন্তুষ্ট তামিম।‘অনেক স্লো উইকেটে ২৯৭ রান করেছি। তাই আমার মনে হয় ব্যাটিং, বিশেষ করে শেষটা খুব ভালো করেছি’, বলেন তিনি।সিরিজ জয় নিয়ে অভিযোগ না থাকলেও তামিম মানছেন, আরও ভালো খেলতে পারত দল। তিনি বলেন, ‘ক্রিকেটে উন্নতির জায়গা থেকেই যায়। আজকে একটা সুযোগ ছিল আমাদের দুইজনের মধ্যে একজনের সেঞ্চুরি করার। এগুলো হলে পরিপূর্ণ খেলা বলতে পারতাম।’‘এগুলো যদি এখন আমরা কাটিয়ে উঠতে পারি তাহলে হবে কি যখন আমরা বিদেশে যাবো তখন এগুলা সাহায্য করবে। আমরা সিরিজ জিতেছি এবং কনভিন্সিংলি জিতেছি তাই কোন অভিযোগ নেই’, যোগ করেন বাংলাদেশ অধিনায়ক।ওয়ানডে ফরম্যাট নিয়ে আপাতত চিন্তা করতে হচ্ছে না তামিমকে। ৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে দুই দলের টেস্ট সিরিজ।
বড় ইনিংস না খেলার আক্ষেপ তামিমের
বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল শেষ করেছেন সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে। তিন ম্যাচে দুই ফিফটিতে তামিমের সংগ্রহ ১৫৮।
-
ট্যাগ:
- তামিম
এ বিভাগের আরো খবর/p>