ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডে মুস্তাফিজুর রহমান শুরু করেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে ১৯৯ উইকেট নিয়ে। ২০০ এর মাইলফলকে পৌঁছুতে ‘দ্য ফিজ’ সময় নিলেন মাত্র ছয় বল।
এই সিরিজেই নিজের তূণের নতুন অস্ত্র ইনসুইঙ্গার দিয়ে নজর কেড়েছেন মুস্তাফিজ। সফরকারীদের ওপেনার কিয়র্ন ওটলিকে নিজের প্রথম ওভারে সেই ইনসুইঙ্গার দিয়েই পরাস্ত করলেন কয়েকবার।শেষ বলে ঠিকই খুঁজে নিলেন ওটলির ব্যাটের কানা। উইকেটের পেছনে মুশফিকুর রহিম কোনো ভুল করলেন না। তাতেই আন্তর্জাতিক উইকেটে ২০০ উইকেট মুস্তাফিজের।
সেখানেই থামলেন না। নিজের তৃতীয় ওভারে আরেক ইনসুইঙ্গারে সুনিল আমব্রিসকে লেগ বিফোরের ফাঁদে ফেলে তুলে নেন ২০১তম উইকেটও।
শুরুটা ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে শহিদ আফ্রিদির উইকেট দিয়ে। এরপর ওয়ানডেতে ভারতের বিপক্ষে স্বপ্নের শুরু। প্রথম দুই ম্যাচে ১১ উইকেট। ২০০তম শিকার হলেন কিয়র্ন ওটলি।
২০০ উইকেট শিকার করতে মুস্তাফিজের লেগেছে ১২২ ইনিংস। সব মিলিয়ে বল করেছেন ৯৫৩.৩ ওভার। ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছেন ছয় বার।
২০১ উইকেটের ভেতর মুস্তাফিজ ১১৫টি নিয়েছেন ওয়ানডেতে। টি-টোয়েন্টিতে ৫৮ উইকেটের সঙ্গে টেস্টে পেয়েছেন ২৮টি।
বাংলাদেশি বোলারদের মধ্যে আন্তর্জাতিক উইকেটের সংখ্যায় মুস্তাফিজ আছেন পাঁচ নম্বরে। তার সামনে মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, মাশরাফি মোর্ত্তজা ও সাকিব আল হাসান। ৫৩৮ উইকেট নিয়ে শীর্ষে আছেন সাকিব।