বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টেস্ট ইতিহাসে প্রথম!

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৫ জানুয়ারি, ২০২১ ১৫:৫৩

টেস্ট ইতিহাসে এই প্রথম কোন টেস্টে এক দলের ১০ উইকেট প্রথম ইনিংসে পেইসাররা নেয়ার পর দ্বিতীয় ইনিংসে সবগুলো উইকেট নিলেন স্পিনাররা।

১৪৩ বছরের টেস্ট ইতিহাসে অনন্য এক রেকর্ডের স্বাক্ষী হয়ে থাকল শ্রীলংকা-ইংল্যান্ড সিরিজের মধ্যেকার দ্বিতীয় টেস্ট। গলে স্বাগতিক দলকে প্রথম ইনিংসে অলআউট করেন পেইসাররা। দ্বিতীয় ইনিংসে লংকানদের সব উইকেট তুলে নেন ইংলিশ স্পিনাররা।ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে গলের নিজেদের প্রথম ইনিংসে ৩৮১ রানে গুটিয়ে যায় শ্রীলংকা। লংকানদের ১০ উইকেট তুলে নেন ইংল্যান্ডের তিন পেসার জেইমস অ্যান্ডারসন, স্যাম কারেন ও মার্ক উড।অ্যান্ডারসন ৪০ রানে ৬টি, উড ৮৪ রানে ৩টি আর কারেন ৬০ রানে ১টি উইকেট শিকার করেন। ইংল্যান্ডের বোলিং লাইনআপে দুই স্পিনার ডম বেস ও জ্যাক লিচ থাকলেও তারা কোনো উইকেট নেননি। ৭৬ রান দিয়ে উইকেট শূন্য থাকেন বেস আর ১১৯ রান খরচা করেও উইকেট পাননি লিচ।নিজেদের প্রথম ইনিংসে জো রুটের দারুণ সেঞ্চুরিতে ৩৪৪ রান পর্যন্ত পৌঁছায় ইংল্যান্ড। ১৮৬ রান করেন ইংলিশ অধিনায়ক।এরপরই বিপর্যয়ে পড়ে শ্রীলংকা। ৩৭ রানের লিড নিয়ে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে ১২৬ রানে গুটিয়ে যায় স্বাগতিক দল।প্রথম ইনিংসে উইকেট শূন্য থাকা দুই ইংলিশ স্পিনার ধসিয়ে দেন লংকান ব্যাটিং লাইন-আপ। ৩৫.৫ ওভারে গুটিয়ে যায় শ্রীলংকা।চতুর্থ দিনে গলের টার্নিং উইকেটে দ্বিতীয় ইনিংসে মাত্র চার ওভার বল করেন দুই পেইসার অ্যান্ডারসন ও কারেন। উডকে বলই হাতে দেননি রুট।লিচ ও বেস মিলে নেন লংকানদের ৮ উইকেট। বাকি দুই উইকেট আসে রুটের স্পিনে। বেস ৪৯ রানে ও তার সঙ্গী লিচ ৫৯ রানে নেন ৪টি করে উইকেট। নিজের দুই উইকেটের জন্য কোনো রান খরচ করেননি রুট।টেস্ট ইতিহাসে এই প্রথম কোন টেস্টে এক দলের ১০ উইকেট প্রথম ইনিংসে পেইসাররা নেয়ার পর দ্বিতীয় ইনিংসে সবগুলো উইকেট নিলেন স্পিনাররা।এমন বিরল রেকর্ডের দিনে ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য ১৬৪ রানের। চতুর্থ দিন চা-বিরতিতে তাদের সংগ্রহ ৪৬/১।

এ বিভাগের আরো খবর