চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে হেরে ব্যাটিং করছে বাংলাদেশ দল। ১৫ ওভার শেষে দুই উইকেটে তাদের সংগ্রহ ৭২।
তৃতীয় ম্যাচের একাদশে দুটি করে পরিবর্তন আনে দুই দল। হাসান মাহমুদ ও রুবেল হোসেনের বদলে বাংলাদেশ একাদশে আসেন তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফুদ্দিন। জশুয়া ডা সিলভা ও আন্দ্রে ম্যাকার্থির বদলে ওয়েস্ট ইন্ডিজ একাদশে এসেছেন জাহমার হ্যামিল্টন ও কিয়ন হার্ডিং।
ম্যাচের প্রথম ওভারেই লিটন দাসকে হারায় বাংলাদেশ। আলজারি জোসেফের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে শূন্য রানে ফিরতে হয় এই ডানহাতি ব্যাটসম্যানকে।
নাজমুল হোসেন শান্তকে নিয়ে ৩৭ রানের একটি জুটি গড়েন অধিনায়ক তামিম ইকবাল। তবে আবারও ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি শান্ত। কাইল মায়ার্সের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে তাকে ফিরতে হয় ২০ রানে।
১৫ ওভার পর্যন্ত উইন্ডিজকে আর কোনো উইকেট দেননি দুই অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ও সাকিব আল হাসান। তামিম ও সাকিব যথাক্রমে ৩০ ও ১৫ রানে অপরাজিত আছেন।