বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টাইগারদের চাওয়া ৩-০, উইন্ডিজের চাই ১০ পয়েন্ট

  •    
  • ২৪ জানুয়ারি, ২০২১ ২০:২১

সিরিজ ২০২৩ বিশ্বকাপের বাছাইপর্ব ওয়ার্ল্ড সুপার লিগের অংশ হওয়ায়, শেষ ম্যাচটি হালকাভাবে নেওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই টাইগারদের। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য তাই হোয়াইটওয়াশ।

সিরিজটা টাইগারদের হয়ে গেছে আগেই। এটি ২০২৩ বিশ্বকাপের বাছাইপর্ব ওয়ার্ল্ড সুপার লিগের অংশ হওয়ায়, শেষ ম্যাচ হালকাভাবে নেওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই তামিমের দলের। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য তাই ৩-০।

প্রথম দুই ম্যাচে বড় ব্যবধানে পরাজয় মেনে নেয়া ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য এই ম্যাচ থেকে ওয়ার্ল্ড সুপার লিগের ১০ পয়েন্ট অর্জন।

যাদের ওপর থাকছে চোখ

প্রথম ম্যাচে রান না পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ভালো শুরু পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। ১৭ রানে বাজে শট খেলে আউট হলে ইনিংস বড় করা হয়নি তার। তিন নম্বর পজিশনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ শান্তর জন্য তৃতীয় ম্যাচ হতে পারে বড় ইনিংস খেলার সুযোগ।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাস প্রথম দুই ম্যাচেই উইকেটে সেট হয়েছেন বটে, কিন্তু ইনিংস বড় করতে পারেননি। তৃতীয় ম্যাচে লিটন চাইবেন, সেই ধারা থেকে বেরিয়ে আসতে।

প্রথম দুই ম্যাচেই নজর কেড়েছেন ক্যারিবিয় স্পিনার আকিল হোসেন। প্রথম ম্যাচে তিন উইকেট শিকারের পর দ্বিতীয় ম্যাচেও লিটনকে আউট করেছেন এই বাঁহাতি স্পিনার। এখন পর্যন্ত টাইগারদের চিন্তার কারণ তিনি। তৃতীয় ম্যাচে সফরকারীদের জয়ের জন্য আকিলের জ্বলে ওঠা আবশ্যক।

দ্বিতীয় ওয়ানডেতে চোখ থাকবে শান্তর ওপর। ছবি: বিসিবি

দুই দলের চিন্তা যেখানে

বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, বাংলাদেশের উন্নতির জায়গা আছে তিন বিভাগেই। ব্যাটিং নিয়েই বেশি চিন্তিত ছিলেন তামিম।

প্রথম দুই ম্যাচে ভালো শুরুর পরও ইনিংস লম্বা করতে পারেননি কেউ-ই। লিটন, শান্ত তো বটেই, তামিম নিজে আউট হন ৪৪ ও ৫০ রানে।

ব্যাটিংয়ে স্বস্তির বিষয়ও আছে বাংলাদেশের। অপরাজিত ৪৩ রান করে ব্যাট হাতে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন সাকিব আল হাসান। দুই ম্যাচেই বেশ ভালো ছন্দের আভাস দিয়েছেন মুশফিকুর রহিমও।

ওয়েস্ট ইন্ডিজের চিন্তাও ব্যাটিং নিয়ে। প্রথম ম্যাচে মাত্র ১২২ রানে গুটিয়ে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে এক ব্যাটসম্যান বেশি খেলিয়েও ১৪৮ রানে গুটিয়ে যেতে হয়েছিল সফরকারী দলকে।

যে রেকর্ডের সামনে টাইগাররা

চট্টগ্রামে দুটি রেকর্ডের সামনে আছেন সাকিব ও মুস্তাফিজুর রহমান। দুই উইকেট নিলেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ১০০ আন্তর্জাতিক উইকেট হবে সাকিবের।

আরএক উইকেট পেলেই দ্রুততম বাংলাদেশি হিসেবে ২০০ আন্তর্জাতিক উইকেটের মাইলফলক ছোঁবেন মুস্তাফিজ।

আরেকটি রেকর্ডের সামনেও আছেন সাকিব। চার উইকেট পেলেও মাশরাফি মোর্ত্তজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারী হবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

তৃতীয় ম্যাচে একাদশে সুযোগ পেতে পারেন তাসকিন আহমেদ। ছবি: বিসিবি

সম্ভাব্য একাদশ

বাংলাদেশ অধিনায়ক তামিম জানিয়েছেন, বড় কোন পরিবর্তন না এলেও, পরিবর্তন আসতে যাচ্ছে বাংলাদেশ একাদশে। প্রথম দুই ম্যাচে উইকেটশূন্য থাকা রুবেল হোসেনের বদলে একাদশে আসতে পারেন তাসকিন আহমেদ। আর প্রথম দুই ম্যাচে ব্যাটিং-বোলিং কোনোটিরই সুযোগ না পাওয়া সৌম্য সরকারের জায়গায় একাদশে আসতে পারেন অলরাউন্ডার মেহেদি হাসান।

সম্ভাব্য বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার/মেহেদি হাসান, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ/শরিফুল ইসলাম

হাতে খুব বেশি অপশন না থাকায় অপরিবর্তিত একাদশই মাঠে নামাতে পারে ওয়েস্ট ইন্ডিজ।

সম্ভাব্য ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কিয়র্ন ওটলি, সুনিল অ্যামব্রিস, জশুয়া সিলভা, অ্যান্ড্রে ম্যাককার্থি, এনক্রুমাহ বোনার, জেসন মোহামেদ, রোভমান পাওয়েল, কাইল মায়ার্স, রেমন রেইফার, আলজারি জোসেফ ও আকিল হোসেন

পিচ ও কন্ডিশন

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম সাধারণত ব্যাটসম্যান 'ফ্রেন্ডলি' হিসেবেই পরিচিত। লো-স্কোরিং দুই ম্যাচের পর তৃতীয় ওয়ানডেতে তাই রানের দেখা পেতে পারেন দর্শকরা।

আবহাওয়া পূর্বাভাস বলছে, চট্টগ্রামের আবহাওয়া সোমবার থাকছে রৌদ্রজ্জ্বল। সঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের শেষ ওয়ানডে শুরু হচ্ছে সোমবার সকাল সাড়ে এগারোটায়।

এ বিভাগের আরো খবর