বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারত-ইংল্যান্ডকেও আক্রমণ করতেন হাসান

  •    
  • ২৪ জানুয়ারি, ২০২১ ১৭:৪৯

অভিষেক সিরিজে হাসানের আক্রমণাত্মক মানসিকতা প্রশংসা কুড়িয়েছে সবার। হাসান জানালেন দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বদলে ভারত কিংবা ইংল্যান্ডের মত দল থাকলেও আক্রমণই করতেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অভিষেক হয় পেসার হাসান মাহমুদের। আক্রমণাত্মক বোলিং দিয়ে তিন উইকেট তুলে নিয়ে প্রথম ম্যাচেই নজর কাড়েন এই তরুণ।

দ্বিতীয় ম্যাচে এক উইকেট পেলেও আক্রমণাত্মক বোলিং করে গেছেন তিনি। যে কারণে রানও বাকিদের তুলনায় বেশি দিয়েছেন এই পেইসার। প্রথম ম্যাচে ছয় ওভারে ২৮ রান দেওয়ার পর দ্বিতীয় ম্যাচে নয় ওভারে দিয়েছিলেন ৫৪ রান।

অভিষেক সিরিজে হাসানের আক্রমণাত্মক মানসিকতা প্রশংসা কুড়িয়েছে সবার। হাসান জানালেন দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বদলে ভারত কিংবা ইংল্যান্ডের মত দল থাকলেও আক্রমণই করতেন তিনি।

‘অবশ্যই (মানসিকতা একই থাকত)। আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হলে এরকম মানসিক শক্তি দরকার। আন্তর্জাতিক ক্রিকেট হোক ঘরোয়া ক্রিকেট লাইন, লেংথের সঙ্গে আপোষ করা যাবেনা। সঙ্গে গতি।’, বলেন হাসান।

দ্বিতীয় ম্যাচটা প্রথম ম্যাচের মত দারুণ না হলেও আফসোস নেই হাসানের। আশা করছেন, তৃতীয় ম্যাচে ভালো করবেন। তিনি বলেন, ‘অভিষেক ম্যাচটা গুরুত্বপূর্ণ। সেটাতে ভালো শুরু হয়েছে। (দ্বিতীয় ম্যাচেও) চেষ্টা করেছি প্রথম ম্যাচের মতই পারফর্ম করার। কিন্তু হয়নি। অসুবিধা নাই পরের বার হবে।’

দারুণ অ্যাকশনে বোলিং করা হাসানের তূণে গতির সঙ্গে আছে দুই দিকে সুইং করানোর ক্ষমতা। নিজের অ্যাকশনকে সহজাত মানছেন হাসান।

‘এটা (দুই দিকে সুইং করানো) আসলে কারো কারো জন্য স্বাভাবিক আবার কেউ নিজেরা চেষ্টা করে। এটা টেস্ট ক্রিকেটের জন্য খুবই ভালো। চেষ্টা করবো লাইন, লেংথ ঠিক রাখতে, ছোটখাটো সুইং থাকবে’, বলেন হাসান।

ইতিমধ্যে নিজের গতি দিয়ে চমকে দেওয়া হাসান জানেন সময়ের সাথে গতি বাড়ার বিষয়টি আসলে প্রক্রিয়ার ওপর নির্ভর করছে। বলেন, ‘(গতি বাড়ানো) একটা প্রক্রিয়া। প্রতিদিন আপনি কি করছেন, কতটুকু কাজ করছেন, কতটুকু মেইনটেইন করছেন নিজেকে, এটার উপর ভিত্তি করে গতি দিন দিন বাড়তে থাকে।’

বাংলাদেশ দলের সঙ্গে হাসান প্রায় এক বছর। এই সময়ে কাজ করছেন ওটিস গিবসনের সঙ্গে। হাসান জানান, ক্যারিবিয়ান এই কোচ তাকে ভালো উপদেশ দিচ্ছেন।

‘উনি (ওটিস গিবসন) ভালো দিক নির্দেশনা দিচ্ছেন। লাইন লেংথ, ইয়র্কার, স্লোয়ার এগুলো নিখুঁত করার জন্য যা বলছেন তাই করছি’, যোগ করেন হাসান।

এ বিভাগের আরো খবর