বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভেটরির বিকল্প খুঁজছে বাংলাদেশ

  •    
  • ২৪ জানুয়ারি, ২০২১ ০৮:৫৬

ভেটরির সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি ছিল ১০০ দিনের। এই ১০০ দিনের জন্য বিসিবিকে গুনতে হচ্ছে প্রায় দুই কোটি টাকা।

২০১৯ সালের শেষ দিকে বাংলাদেশ দলের স্পিন কোচ হিসেবে যোগ দেন নিউজিল্যান্ড কিংবদন্তি ড্যানিয়েল ভেটরি।

তার সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তি ছিল ১০০ দিনের। এই ১০০ দিনের জন্য বিসিবিকে গুনতে হচ্ছে প্রায় দুই কোটি টাকা।

তবে করোনাভাইরাস প্রকোপে দীর্ঘ সময় ভেটরিকে পায়নি বাংলাদেশি স্পিনাররা। এমনকি নিউজিল্যান্ডের কড়া কোয়ারেন্টিন নিয়মের জন্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও দলের সঙ্গে যোগ দেননি সাবেক এই বাঁহাতি স্পিনার।

বিসিবি তাই এখন চিন্তা করছে তার বিকল্পের। মার্চে টাইগারদের নিউজিল্যান্ড সফর হতে পারে বাংলাদেশের ভেটরি অধ্যায়ের সমাপ্তি।

এমন আভাস দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। শনিবার গণমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন, তারা কোচ খুঁজছেন আরও লম্বা সময়ের জন্য।

‘আমরা আরও বেশি সময়ের জন্য কোচ চাই। এত কম সময়ের জন্য কোচ হলে হবে না। সেজন্য আমরা অন্য কাউকে খুঁজছি। এরই মধ্যে বেশ কয়েকজন আগ্রহী কোচ পেয়েছি’, বলেন নাজমুল।

২০১৯ সালে যোগ দেওয়ার পর টাইগারদের ভারত সফর ও জিম্বাবুয়ে সিরিজে দলের সঙ্গে ছিলেন সাবেক এই নিউজিল্যান্ড অধিনায়ক। বিসিবির পরিকল্পনা মোতাবেক, ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত থাকবার কথা ছিল ভেটরির। কিন্তু করোনাভাইরাস প্রকোপে বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায় আপাতত লম্বা সময়ের জন্য তার বিকল্প খুঁজছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানটি।

এ বিভাগের আরো খবর