বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তামিমের লক্ষ্য আরও ১০ পয়েন্ট

  •    
  • ২৪ জানুয়ারি, ২০২১ ১৬:০৬

২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে থাকতে হবে ওয়ার্ল্ড সুপার লিগের সেরা আট দলের মধ্যে। সেজন্যই উন্নতির বিকল্প দেখছেন না তামিম।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই নিয়মিত অধিনায়ক হিসেবে নিজের যাত্রা শুরু করেছেন তামিম ইকবাল। প্রথম দুই ম্যাচে সহজ জয় তুলে নিয়ে সিরিজটি নিজেদের করে নিয়েছে টাইগাররা।

দুই ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে অল্প রানে গুটিয়ে দিয়ে ছয় ও সাত উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে গেছে বাংলাদেশ। তাতেও সন্তুষ্ট না নন টাইগার অধিনায়ক। উইন্ডিজের বিপক্ষে ক্লিন সুইপ করে সুপার লিগে নিজেদের পয়েন্ট আরও বাড়িয়ে নিতে চান তিনি।

সেটি অর্জন করতে হলে তামিমের মতে, তিন বিভাগে বিশেষ করে ব্যাটিংয়ে উন্নতির জায়গা আছে আরও। সোমবার চট্টগ্রামে তৃতীয় ওয়ানডের আগে এক ভিডিও বার্তায় এমনটি বলেন এই ওপেনার।

‘আমি নিশ্চিত উন্নতির অনেক জায়গা আছে। নিখুঁত ম্যাচ খেলা খুবই কঠিন। আমার মনে হয় তিন ডিপার্টমেন্টেই উন্নতি করতে পারব। আরেকটু ভালো বোলিং করতে পারি। আরেকটু ভালো ফিল্ডিং করতে পারি। ব্যাটিংয়ে আমরা ভালো শুরু পাচ্ছি কিন্তু সেটিকে বড় করতে পারছি না, শেষ করতে পারছি না। এই জায়গাগুলোতে উন্নতি করে যেতে হবে’, বলেন তামিম।

এর কারণও ব্যাখ্যা করেন তিনি। ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে থাকতে হবে ওয়ার্ল্ড সুপার লিগের সেরা আট দলের মধ্যে। সেজন্যই উন্নতির বিকল্প দেখছেন না তামিম।

‘আমাদের বিদেশের মাটিতে খেলতে হবে যেটি সব সময়ই কঠিন। নিশ্চিত করতে হবে যে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সময় সবগুলো বক্সে আপনি টিক দিতে পারছেন’, বলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

তামিম আরও জানান, প্রথম দুই ওয়ানডেতে একই একাদশ নিয়ে মাঠে নামবার পর তৃতীয় ম্যাচে সামান্য পরিবর্তন আসতে পারে একাদশে।

‘সামান্য পরিবর্তন আসতে পারে। নিশ্চিত করতে পারি যারাই একাদশে আসবে তারা ম্যাচ উইনার। তারা অতীতে যখনই খেলেছে ভালো খেলেছে। আমার মনে হয় ড্রেসিং রুমে প্রচণ্ড জয়ের ক্ষুধা রয়েছে। সবাই মাঠে গিয়ে ভালো করতে চায়। আশা করছি এটি চলবে’, বলেন বাংলাদেশ অধিনায়ক।

সঙ্গে তামিম যোগ করেন, ওয়ার্ল্ড সুপার লিগের আরও দশ পয়েন্ট জেতা বাকি আছে এখনও। সেটির লক্ষ্যে চট্টগ্রামে মাঠে নামবে টাইগাররা।

‘আগামীকালের ম্যাচটি গুরুত্বপূর্ণ। আমরা সিরিজ জিতেছি। কিন্তু আরও ১০ পয়েন্ট পাওয়ার আছে। আমরা জানি ওয়েস্ট ইন্ডিজের জন্য প্রথম দুই ম্যাচের অভিজ্ঞতা ভালো ছিল না। কিন্তু তারা একটি বিপদজনক দল, যে কোনো সময়েই তারা ফিরে আসতে পারে’, বলেন দ্বিতীয় ওয়ানডেতে সিরিজের একমাত্র ফিফটি হাঁকানো এই বাঁহাতি ব্যাটসম্যান।

এ বিভাগের আরো খবর