গল টেস্টে জেমস অ্যান্ডারসনের ছয় উইকেটের সাহায্যে স্বাগতিক শ্রীলংকাকে ৩৮১ রানে গুটিয়ে দেওয়ার পর অধিনায়ক জো রুটের ফিফটিতে ২৮৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করেছে ইংল্যান্ড।
রুট ৬৭ ও জনি বেয়ারস্টো ২৪ রানে অপরাজিত আছেন।
চার উইকেটে ২২৯ রান নিয়ে দিন শুরু করা শ্রীলংকা দিনের দ্বিতীয় ওভারেই হারায় সেঞ্চুরি করা অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। উইকেটের পেছনে জস বাটলারকে ক্যাচ দিয়ে অ্যান্ডারসনের চতুর্থ উইকেট হিসেবে ১১০ রানে বিদায় নেন ম্যাথিউস।
অভিষিক্ত রমেশ মেন্ডিস টেকেননি বেশিক্ষণ। সাত বলে শূন্য করে মার্ক উডের বলে বাটলারের দারুণ ক্যাচ হয়ে ফেরেন তিনি।
নিরোশান ডিকওয়েলা ও দিলরুয়ান পেরেরার ৭৯ রানের জুটিতে বড় সংগ্রহের দিকেই এগুচ্ছিল শ্রীলংকা। কিন্তু ৯২ রানে অ্যান্ডারসনের পঞ্চম উইকেট হয়ে ডিকওয়েলা ফিরে গেলে মলিন হয়ে যায় সেই সপ্ন, তাতে বিসর্জিত হয় ডিকওয়েলার প্রথম টেস্ট সেঞ্চুরির আশাও।
সেখান থেকে লেজের ব্যাটসম্যানদের নিয়ে পেরেরা শ্রীলংকাকে নিয়ে যান ৩৮১ রানে। শেষ উইকেট হিসেবে স্যাম কারানের বলে ৬৭ রানে ফিরে যান তিনি। শেষ হয় শ্রীলংকার ইনিংস।
জবাবে পাঁচ রানের মধ্যেই লাসিথ এম্বুলদেনিয়া দুই ইংলিশ ওপেনারকে ফেরত পাঠালে ধ্বসের শঙ্কা দেখা দেয় ইংল্যান্ড শিবিরে। কিন্তু সেখান থেকে তাদের উদ্ধার করেন রুট ও বেয়ারস্টো।
দুজনের মধ্যে আক্রমণাত্মক ছিলেন রুট। মাত্র ৬৫ বলেই ফিফটি তুলে নেন তিনি।
শেষ পর্যন্ত আর কোনো উইকেট পড়তে দেননি এই দুজন। দুই উইকেটে ৯৮ রানে দিন শেষ করে ইংল্যান্ড।