পুলিশ বাহিনীর যে সদস্যরা ক্রিকেট খেলে থাকেন, তারা সাকিব, তামিম, মুশফিকদের সঙ্গে বাংলাশের প্রতিনিধিত্ব করবেন বলে স্বপ্ন দেখছেন আইজিপি বেনজীর আহমেদের।
পুলিশ প্রধান বলেছেন, ‘বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট টিম এখন পরাশক্তি। দুই একজন ক্রিকেটার যদি পুলিশ বাহিনী থেকে খেলতে পারে তাহলে বাংলাদেশ টিমে তারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে পারবে।’
শনিবার বিকালে ঢাকায় আর্মড পুলিশ মাঠে ‘পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-২০২০ আইজিপি কাপ' এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
টুর্নামের্টে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপিকে ২০ রানে হারিয়ে করে চ্যাম্পিয়ন হয় আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী মাইনুল ইসলাম। ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হয়েছে আবদুস সালাম সোহাগ।
আইজিপি বলেন, ‘খেলাধুলা পুলিশের প্রশিক্ষণের যেমন একটি অংশ তেমনই সার্ভিস কালচারেরও একটি অংশ। আমাদের বিভিন্ন ইউনিটের প্রতিদিনের খেলা হয় এটি পুলিশের শরীর গঠনের জন্য ও শৃঙ্খলাবদ্ধতারও একটি বিষয়।’
নিয়মিত খেলাধুলা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে বেনজীর বলেন, ‘শুধু যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলতে হবে তা নয়৷ বিকেলের খেলাধুলা নিয়মিত চালু রাখতে হবে।
‘প্রতি বছর হাজার হাজার অনেক সদস্য পুলিশে যুক্ত হয়। তাদেরকে নিয়ে একটি ভালো মানের টিম গঠন করুন।’
কনস্টেবল ও সার্জেন্ট দল গঠন করে একটি টুর্নামেন্ট আয়োজন করতেও নির্দেশনা দেন আইজিপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ ক্রিকেট বোর্ডের সভাপতি মাহবুবুর রহমান। উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম, আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত মহাপরিদর্শক মোশারফ হোসেন, উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার শহীদুল্লাহ প্রমুখ।
বিশ্বের বিভিন্ন দেশে পুলিশ সদস্যরা জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলেছেন নানা সময়।
ভারতের পুলিশ কর্মকর্তা জোগিন্দর শর্মা ২০০৭ সালে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের একজন নায়ক ছিলেন।
নিউজিল্যান্ডের সুপার স্টার পেইসার শেন বন্ডও পুলিশে চাকরি করতেন।