মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নতুন মাইলফলক গড়েন সাকিব আল হাসান। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে করেন ২,৫০০ রান। যার মধ্য দিয়ে একটি নির্দিষ্ট স্টেডিয়ামে ২,৫০০ রান ও ১০০ উইকেটের ডাবল থাকা একমাত্র ক্রিকেটার হন সাকিব।
তৃতীয় ওয়ানডে খেলতে এখন চট্টগ্রামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দল। সেখানে আরও একটি রেকর্ড অপেক্ষা করছে সাকিবের জন্য।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে তিন ফরম্যাট মিলিয়ে ৬০ ম্যাচ খেলেছেন সাকিব। উইকেট তুলে নিয়েছেন ৯৮টি।
তৃতীয় ওয়ানডেতে মাত্র দুই উইকেট নিতে পারলেই প্রথম ক্রিকেটার হিসেবে চট্টগ্রামের এই স্টেডিয়ামে ১০০ আন্তর্জাতিক উইকেট হবে বিশ্বসেরা অলরাউন্ডারের।
এই স্টেডিয়ামে ১৬ টেস্ট খেলে ৩২ গড়ে ৬০ উইকেট নিয়েছেন সাকিব। ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এই মাঠেই নিজের ক্যারিয়ার সেরা ৩৬ রানে সাত উইকেট নেন সাকিব।
ওয়ানডেতে জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আরও অপ্রতিরোধ্য সাকিব। ১৫ ম্যাচ খেলে ১৬ গড়ে তার নামের পাশে ৩০ উইকেট। ছয়টি টি-টোয়েন্টি খেলে এই মাঠে সাকিব উইকেট পেয়েছেন আটটি।
তৃতীয় ওয়ানডেতে ১০০ উইকেট না হলেও সাকিবের সামনে এই সিরিজেই সুযোগ থাকবে আরও। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টও যে একই স্টেডিয়ামে।
তৃতীয় ওয়ানডেতে চার উইকেট শিকার করতে পারলে আরও একটি রেকর্ড নিজের করে নেবেন সাকিব। ২৬৯ উইকেট নিয়ে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট মাশরাফি মোর্ত্তজার।২৬৬ উইকেট পাওয়া সাকিব আর চারটি উইকেট নিলেই হয়ে যাবেন ওয়ানডেতে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার।
আরও একটি মাইলফলক ছুতে পারেন সাকিব। তৃতীয় ওয়ানডেতে মাত্র ছয় রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে ঘরের মাঠে ৬,০০০ রান পূরণ হবে বাঁহাতি এই ব্যাটসম্যানের।
একটি রেকর্ডের সামনে আছেন মুশফিকুর রহিমও। তৃতীয় ওয়ানডেতে ৯২ রান করতে পারলেই দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে ১,০০০ পূরণ হবে এই উইকেটকিপার-ব্যাটসম্যানের। এর আগে দ্বিতীয় ওয়ানডেতে ফিফটি তুলে নিয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে সেই রেকর্ড গড়েন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
অভিষেকের পর থেকেই বাংলাদেশের হয়ে বিভিন্ন রেকর্ড ভাঙা মুস্তাফিজুর রহমানও একটি রেকর্ড করতে পারেন বাংলাদেশের হয়ে। একটি উইকেট পেলেই দ্রুততম বাংলাদেশি বোলার হিসেবে ২০০ আন্তর্জাতিক উইকেট শিকার করবেন ‘দ্য ফিজ’। চার উইকেট পেলে মাত্র ২৪ ম্যাচে ঘরের মাটিতে ৫০ উইকেট শিকার করবেন মুস্তাফিজ।
তৃতীয় ওয়ানডেতে দুই দল মুখোমুখি হবে সোমবার। তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচের পর ৩ ফেব্রুয়ারি একই ভেন্যুতে শুরু হবে প্রথম টেস্ট।