প্রথম দুই ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ছয় উইকেটের জয়ের পর দ্বিতীয় ম্যাচে সাত উইকেটের জয় দিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা।
প্রথম দুই ম্যাচে একই একাদশ খেলানো হলেও তৃতীয় ম্যাচের একাদশে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।
‘ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজের তৃতীয় ম্যাচে মূল একাদশে পরিবর্তন আসতে পারে। তবে বড় কোনো পরিবর্তন হবেনা’, শনিবার মোহাম্মদপুর ইকবাল রোডে উদয়াচল পার্কের উদ্বোধন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন বনাম বাংলাদেশের ভারতীয় দূতাবাস প্রীতি ক্রিকেট ম্যাচের আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তৃতীয় ওয়ানডে খেলতে শনিবার দুপুরে চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দল। ম্যাচটি হবে সোমবার।
এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে প্রথম ম্যাচে ম্যাচসেরা হওয়ার পর দ্বিতীয় ম্যাচে সাকিব দুই উইকেট তুলে নেওয়ার পর ব্যাট হাতে করেন অপরাজিত ৪৩ রান।স্বরূপে ফিরতে সাকিবের সময় লাগছে না, এই নিয়ে আনন্দিত বিসিবি সভাপতি।
‘সাকিব আল হাসান অনেকদিন পর ক্রিকেটে ফিরে কেমন করবে সেটা দেখার বিষয় ছিল। বোঝা যাচ্ছে যে ওর সময় লাগছে না। ওর বিষয়ে আশাবাদী’, বলেন তিনি।
গুঞ্জন উঠেছে, মার্চের নিউজিল্যান্ড সফরে যাবেননা সাকিব। অনাগত তৃতীয় সন্তানের জন্মের সময় স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে থাকতে নিউজিল্যান্ডে খেলতে না-ও যেতে পারেন সাকিব।
এই বিষয়ে প্রশ্ন করা হলে এড়িয়ে যান বিসিবি সভাপতি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানান, মেয়র কাপ ক্রিকেট ও ফুটবল আয়োজন করবেন তারা।
‘আগে এগুলো হতো কিন্তু এখন তা হয় না। আমরা আগে ঢাকা পর্যায়ে এরপরে বিভিন্ন শহরের মেয়রদের সঙ্গে আলাপ করে, সারাদেশে একটি হাইপ তুলব’ বলেন ঢাকা উত্তরের মেয়র।