বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইংল্যান্ডের বোলিং কোচ হতে চান অ্যামব্রোস

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৩ জানুয়ারি, ২০২১ ১১:৪৫

উইন্ডিজ ক্রিকেট বোর্ডের এমন অনাগ্রহই অ্যামব্রোসকে উদ্বুদ্ব করছে অন্য কোনো দেশে কোচিংয়ের সুযোগ খুঁজতে। তার এজেন্টের কথাতেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করেছেন তিনি।

অনভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ সফরে এসে একরকম হেনস্তাই হতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে। সিরিজের প্রথম দুই ওয়ানডেতে একেবারে পাত্তা পায়নি সফরকারী দল। দলের স্পিনাররা ভালো করলেও, তরুণ পেইসারদের থেকে দেখা যায়নি ম্যাচে প্রভাব ফেলার মতো বোলিং।নতুন পেইস বোলার খুঁজে পেতে যখন ধুঁকছে উইন্ডিজ, সে সময় দেশটির কিংবদন্তি ফাস্ট বোলার স্যার কার্টলি অ্যামব্রোস চাইছেন ইংল্যান্ডের ফাস্ট বোলিং কোচ হতে! উইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছ থেকে সাড়া না পেয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে জানান তিনি।‘অবসরের পর থেকে আমি সবসময়ই উইন্ডিজ ক্রিকেট বোর্ড ও অ্যান্টিগা বোর্ডকে জানিয়ে এসেছি যে আমি যা শিখেছি আমার ক্রিকেট ক্যারিয়ারে সেটা ফেরত দিতে চাই। সেটা হোক অ্যান্টিগা বা আন্তর্জাতিক পর্যায়ে। আমি ক্রিকেটকে কিছু ফেরত দিতে চাই,’ বলেন অ্যামব্রোস।এর আগে ২০১৬ ওয়ার্ল্ড টি-টোয়েন্টির সময় ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের বোলিং কোচের দায়িত্বে ছিলেন ৬৩০ আন্তর্জাতিক উইকেট নেয়া এই ফাস্ট বোলার। ওই টুর্নামেন্টের পর আর বোর্ড থেকে ডাক পাননি তিনি।‘আমি এর আগেও বলেছি যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সঙ্গে কাজ করতে চাই। কিন্তু ২০১৬ বিশ্বকাপ জেতার পর থেকে আর কেউই যোগাযোগ করেনি,’ যোগ করেন অ্যামব্রোস।উইন্ডিজ ক্রিকেট বোর্ডের এমন অনাগ্রহই অ্যামব্রোসকে উদ্বুদ্ব করছে অন্য কোনো দেশে কোচিংয়ের সুযোগ খুঁজতে। তার এজেন্টের কথাতেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করেছেন তিনি এমনটা জানিয়ে নাইটহুড পাওয়া এই ক্রিকেটার বলেন, ‘কোচিং এর বিষয়টা আমি উপভোগ করি।ক্রিকেট ছাড়া আমি তেমন কিছু জানিও না। তাই ভাবলাম ইসিবির কাছে আবেদন করে দেখি। সেখানে যদি সফল হই তাহলে বিশ্ব দেখতে পাবে যে কোচিং নিয়ে আমার আগ্রহ এখনও আছে।’ইসিবি আনুষ্ঠানিক ভাবে অ্যামব্রোসের আবেদন নিয়ে কিছু জানায়নি। দেশটির বোলিং কোচের পদও খালি নেই। শ্রীলংকায় টেস্ট সিরিজ খেলতে থাকা ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব আছেন জন লুইস।

এ বিভাগের আরো খবর