সিরিজের দ্বিতীয় ম্যাচে মেহেদি হাসান মিরাজের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১৪৮ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। জবাবে ১৫ ওভার শেষে এক উইকেট হারিয়ে ৭১ রান তুলেছে টাইগাররা। জয়ের জন্য প্রয়োজন আর ৭৮ রান।ফিরে গেছেন লিটন দাস। ২২ রানে আকিল হোসেনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরে যান এই ডানহাতি ব্যাটসম্যান। বাঁচতে পারেননি রিভিউ নিয়েও।
ক্রিজে আছেন অধিনায়ক তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। তামিম ৩১ ও শান্ত ১৫ রানে অপরাজিত আছেন।
টসে জিতে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় সফরকারীরা। কোনো ধরণের জুটি গড়তে পারেননি তারা।
শেষ দিকে রভম্যান পাওয়েল আলজারি জোসেফ ও আকিল হোসেনকে নিয়ে দুটি ছোট ছোট জুটি গড়ে ক্যারিবিয়দের ১৪৮ রানে নিয়ে যান।
২৫ রানের বিনিময়ে চারটি উইকেট শিকার করেন মিরাজ, যা তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান শিকার করেন দুটি করে উইকেট, একটি উইকেট পান হাসান মাহমুদ। টানা দুই ম্যাচে উইকেটশূন্য থাকেন রুবেল হোসেন।