বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ১৮ ওভার শেষে তাদের সংগ্রহ পাঁচ উইকেটে ৪২।বোলিং সহায়ক পিচে ব্যাট করতে নামা উইন্ডজকে প্রথম ধাক্কা দেন মুস্তাফিজুর রহমান। ফিজের বলে মেহেদি মিরাজের হাতে গালিতে ক্যাচ দেন ৬ রান করা সুনিল আমব্রিস।
এই বাঁহাতিকে খেলতে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে সফরকারী দল। ৪ ওভারে ২টি মেইডেন দিয়ে ২ রান দিয়েছেন মুস্তাফিজ। নিয়েছেন এক উইকেট।আমব্রিসের পর একেবারে রক্ষণাত্মক হয়ে পড়েন ক্যারিবিয়ান ব্যাটাররা। অভিষিক্ত কিয়র্ন ওটলি ও ওয়ান ডাউনে নামা জশুয়া সিলভা প্রথম ১০ ওভারে তোলেন মাত্র ২২ রান।বেশিক্ষণ টেকেনি তাদের এই প্রতিরোধ। ১৪তম ওভারের প্রথম বলে ওটলিকে ফেরান মিরাজ। ৪৪ বল খেলে ২২ রান করেন এই ওপেনার।একই ওভারে সিলভাকে ফিরিয়ে উইন্ডিজকে চাপে ফেলেন মিরাজ। ১৪ তম ওভারের চতুর্থ বলে টাইগার স্পিনারের বলে বোল্ড হন ৫ রান করা সিলভা।বিপর্যয় থামেনি সেখানেও। ১৫ তম ওভারে বোলিং করতে এসে আন্ড্রে ম্যাকার্থিকে বোল্ড করে সাকিব আল হাসান ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন বাংলাদেশকে।তিন ওভার পর উইন্ডিজ হারায় তাদের লাইন আপের অর্ধেক। কাইল মায়ার্স রান আউট হয়ে ফেরেন শূন্য রানে।