প্রথম ম্যাচে উইন্ডিজকে ঠিক দুমড়ে মুচড়ে না দিলেও, সহজ জয় তুলে নেয় বাংলাদেশ। সাকিব আল হাসান, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমানের বোলিং তোপে মাত্র ১২২ রানে সফরকারীদের গুটিয়ে দেওয়ার পর ৯৭ বল হাতে রেখেই এসেছে জয়।
১২৩ রানের মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমেও আকিল হোসেন ও আলজারি জোসেফের বোলিংয়ের সামনে বেশ ভুগতে হয়েছে টাইগারদের। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক দল চায় জড়তা কাটিয়ে সিরিজ নিজেদের পকেটে পুরতে।
ব্যাটিং নিয়ে চিন্তায় বাংলাদেশছোট রান তাড়া করতে বাংলাদেশের প্রথম ম্যাচে লাগে প্রায় ৩৪ ওভার। ঘরের মাঠে কঠিন পিচ তাতে আকিলের বাঁহাতি স্পিনে হিমশিম খেয়েছেন ব্যাটসম্যানরা।
লিটন দাস খেলেন স্বভাববিরুদ্ধ ৩৮ বলে ১৪ রানের ইনিংস। শেষ পর্যন্ত আকিলের কাছে স্টাম্প হারিয়ে ফিরেছেন।
চিন্তা আছে নাজমুল হোসেন শান্তকে নিয়েও। সাকিবের বদলে তিন নম্বরে ব্যাট করা এই তরুণ ব্যাটসম্যানের উপর নজর সবার। মাত্র এক রান করে বিদায় নিয়ে নিজের সামর্থ্যের প্রতি সুবিচার করেননি তিনি।
যাদের ওপর থাকছে চোখফিরেই চার উইকেট তুলে নিয়ে আবারও শিরোনামে এসেছেন সাকিব। সঙ্গে নজর কেড়েছেন হাসান মাহমুদ। দ্বিতীয় ওয়ানডেতে চোখ থাকবে ব্যাটসম্যানদের ওপর। বিশেষ করে শান্ত থাকবেন লাইমলাইটে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড দীর্ঘ সময় ধরে এই বাঁহাতি ব্যাটসম্যানকে তাদের পরিকল্পনার অংশ হিসেবে রেখেছে। আস্থার প্রতিদান দেবার জন্য অনভিজ্ঞ ওয়েস্ট ইন্ডিজ দলের চেয়ে বড় সুযোগ শান্ত ২০২১ সালে আর পাবেন না।
নজর থাকবে লিটনের ওপরও, সঙ্গে মুস্তাফিজ। প্রথম ওয়ানডেতে নিজের স্বভাবজাত ব্যাটিংটা করতে পারেননি এই ডানহাতি ব্যাটসম্যান। দ্বিতীয় ম্যাচে তার ওপর প্রত্যাশা থাকবে নিজের সহজাত ব্যাটিং করার।
প্রথম ম্যাচে নিজের ইনসুইঙ্গারের প্রদর্শনী ঘটানো মুস্তাফিজের একই ডেলিভারিও মনোযোগের কেন্দ্রে। টাইগারদের ফাস্ট বোলিং কোচ ওটিস গিবসন বলেছেন আরও দেখা যাবে মুস্তাফিজের ইনসুইং।
ওয়েস্ট ইন্ডিজ দলের বাঁহাতি স্পিনার আকিল হোসেন ও পেসার আলজারি জোসেফ ভুগিয়েছেন বাংলাদেশ ব্যাটসম্যানদের। ১০ ওভার বোলিং করে মাত্র ২৬ রান দিয়ে তিন উইকেট তুলে নেন আকিল। উইকেট না পেলেও তিন মেইডেনসহ আট ওভারে মাত্র ১৭ রান দেন জোসেফ। দ্বিতীয় ম্যাচে স্পটলাইট থাকবে তাদের দুজনের ওপর।
সম্ভাব্য একাদশজয়ের পর একাদশে পরিবর্তন আনার সম্ভাবনা সামান্যই বাংলাদেশের। তবে প্রথম ম্যাচে উইকেটশূন্য থাকা রুবেল হোসেনের জায়গায় দলে দেখা যেতে পারে তাসকিন আহমেদকে।
সম্ভাব্য বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন/তাসকিন আহমেদ
দলের অধিকাংশ ক্রিকেটারই তরুণ হওয়ায় আপাতত হয়ত একাদশে পরিবর্তন আনতে চাইবেন না ওয়েস্ট ইন্ডিজ কোচ ফিল সিমন্স।
সম্ভাব্য ওয়েস্ট ইন্ডিজ একাদশ: সুনিল অ্যামব্রিস, জশুয়া সিলভা, অ্যান্ড্রে ম্যাককার্থি, এনক্রুমাহ বোনার, জেসন মোহামেদ, রোভমান পাওয়েল, কাইল মায়ার্স, জামার হ্যামিলটন, রেমন রেইফার, আলজারি জোসেফ ও চেমার হোল্ডার।
পিচ এবং আবহাওয়াঢাকার আবহাওয়া পূর্বাভাস বলছে, শুক্রবার সারা দিন থাকবে রোদ। বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে পূর্বাভাস।
আলজারি জোসেফ ভিন্ন পিচ আশা না করলেও, পিচে আসতে পারে পরিবর্তন। প্রথম ম্যাচের মত দুরূহ না হয়ে তাই দ্বিতীয় ওয়ানডেতে পিচ হতে পারে ব্যাটিং সহায়ক।
মিরপুরে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডেটি শুরু হবে শুক্রবার সকাল সাড়ে এগারোটায়।