প্রথম ওয়ানডেতে ব্যাটসম্যানদের জন্য দুরূহ পিচ উপহার দেয় মিরপুর। স্পিনার, পেসার - সবাইকেই সাহায্য করছিল পিচ। সঙ্গে মেঘলা আবহাওয়া ও সকালের সামান্য বৃষ্টিতে সেটি হয়ে ওঠে মরণক্ষেত্র।
সাকিব আল হাসান, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমানের বোলিং তোপে মাত্র ১২২ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ শেষ পর্যন্ত ৯৭ বল হাতে রেখে সেই লক্ষ্য টপকে গেলেও, আকিল হোসেন ও আলজারি জোসেফকে সামলাতে বেশ কঠিন সময় পার করতে হয়েছে টাইগার ব্যাটসম্যানদের।
মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে কেমন পিচ হবে, সেটি জানা যাবে শুক্রবার। তবে ক্যারিবিয়ান ফাস্ট বোলার আলজারি জোসেফ ভিন্ন কিছু আশা করছেন না।
‘আমার মনে হয় পিচ একই হবে। সেখানে স্পিন থাকবে। সেখানেই আমাদের প্রমাণ করতে হবে প্রথম ওয়ানডেতে মান অনুযায়ী খেলতে পারিনি এবং দ্বিতীয়টিতে পারছি’, বলেন জোসেফ।
প্রথম ম্যাচের পিচ ভালো ছিল না, এমনটি বলে জোসেফ বলেন, তাদের পেসারদের উচিত ছিল আরও ধৈর্য ধরা। বলেন, ‘সত্যি বলতে প্রথম ওয়ানডের পিচ ব্যাট করার জন্য সেরা ছিল না। কিন্তু একটি পেস বোলিং গ্রুপ হিসেবে আমাদের আরও ধারাবাহিকভাবে ভালো জায়গায় বল করতে হবে। এরকম উইকেটে সফল হতে পেসারদের ভালো জায়গায় বল করার ক্ষেত্রে ধৈর্যশীল হতে হবে।’
প্রথম ওয়ানডেতে উইকেট না পেলেও তিন মেইডেনসহ আট ওভার বোলিং করে মাত্র ১৭ রান দেন জোসেফ। দ্বিতীয় ওয়ানডেতে নিশ্চিতভাবেই এই সিরিজে উইকেটের খাতা খুলতে চাইবেন এই পেসার।