দশ মাস পরে আন্তর্জাতিক ক্রিকেটে বেশ দাপুটে এক জয়ই পেল বাংলাদেশ। তবে ওয়েস্ট ইন্ডিজকে ১২২ রানে গুটিয়ে দেওয়ার পর যতটুকু সহজে জয়ের কথা ভাবা হয়েছিল, টাইগারদের জয় আসল তার তুলনায় বেশ ঝামেলা করে।
১২৩ রান তাড়া করতে বাংলাদেশের লাগে প্রায় ৩৫ ওভার। শেষ পর্যন্ত আসে স্বস্তির জয়। ২০২৩ বিশ্বকাপের কোয়ালিফাইং ওয়ার্ল্ড সুপার লিগের শুরুটাও ভালোভাবে হলো বাংলাদেশের।
সেই ম্যাচে সেরা খেলোয়াড় সাকিব আল হাসান। প্রায় ১৬ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাকিবের চার উইকেটের সুবাদেই সফরকারী দল গুটিয়ে যায় ১২২ রানে। পরে ব্যাট হাতে ১৯ রান করেন সাকিব।
ম্যাচের পর সাকিব জানান, ঘরোয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ভালো করলেও সেটা নিয়ে ভাবেননি তিনি। সঙ্গে জানান, পরের ম্যাচে ব্যাট হাতেও ভালো করতে চান।
‘সত্যি বলতে, আমি ঘরোয়া ক্রিকেটের হিসাব করি না। ড্রেসিং রুমের বাইরে মানুষ হয়ত আমার ওই পারফরমেন্সগুলো নিয়ে চিন্তা করছে। ভাবছিলাম আমি ভালো ব্যাটিং করছি এবং আউট হয়ে যাই। আমাকে অবশ্যই পরের ম্যাচে আরও ভালো করতে হবে’, বলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
সাকিব যোগ করেন, ‘আমার কাছে ম্যাটার করে আমি দেশের হয়ে প্রতিনিধিত্ব করি, কিভাবে করি। সেদিক থেকে খুশি। ম্যাচটা শেষ করে আসতে পারলে আরও ভালো লাগত।’
টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে সাকিব খেলছেন চার নম্বরে। সেই সিদ্ধান্তে সাকিব খুশি, এমনটিই জানিয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচের পর সাকিব জানান, টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তকে সম্মান জানাতেই হবে।
'দেখুন, কোচ, অধিনায়ক, টিম ম্যানেজমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে সেটা খেলোয়াড় হিসেবে আমাকে রেসপেক্ট করতে হবে। আমি সেটার সাথে একমত কি না তা বড় কথা না। সব সময় আমি টিমের হয়ে খেলার চেষ্টা করি। আমার কাছে ব্যক্তিগত অর্জনের থেকে দলগত অর্জন সব সময়ই বড় মনে হয়। এটা বড় কোনো পার্থক্য করবে না মনে হয়', বলেন সাকিব।
সাকিব বলেন, ওয়েস্ট ইন্ডিজের মূল দলকেও হারিয়েছেন তারা। তাই হয়ত নতুন কিছুর জন্যই এই দল পাঠিয়েছে তারা বলে মনে করেছেন তিনি।
'আমরা আন্তর্জাতিক ম্যাচ খেলছি। ওরা ম্যাচ খেলতে আসছে। হ্যাঁ, ওদের ৬-৭ জন মূল খেলোয়াড় নেই। আর ওদের মূল দল যেটা আমরা বলছি সেটাকে আমরা বিশ্বকাপে হারিয়ে এসেছি। আবার ওদের দেশে হারিয়েছি। ওদের সেরা টিমটা ভালো করতে পারছে না বলেই হয়তো এই টিম পাঠিয়ে দিয়েছে। যেন বেটার রেজাল্ট করতে পারে। আপনাদের চিন্তাধারা সম্পূর্ণ ভুল। আমরা সব সময় ওদের রেসপেক্ট করি। তারা ভালো ক্রিকেট খেলতে সামর্থ্যবান,' বলেন প্রথম ওয়ানডের ম্যাচসেরা।
আজকে কঠিন পিচে অভিজ্ঞতার জন্য জিতে গেলেও সাকিব মনে করছেন না পরের দুই ম্যাচেও সহজ জয় পাবে বাংলাদেশ। তিনি বলেন, 'আাজকের উইকেট কঠিন ছিল। হয়তো অভিজ্ঞতার কারণে বেটার ক্রিকেট খেলৈছি। বাট তার মানে এই না যে আমরা সামনের দুই ম্যাচ আরামে জিতে যাব।'
সাকিবের জায়গায় তিন নম্বরে খেলছেন নাজমুল হোসেন শান্ত। তাকে নিয়ে সাকিবের মতামত, এক বছর সময় দেয়া উচিত তাকে।
'দেখুন কাউকে আপনি এক ম্যাচে বিচার করবেন না। ভালো করছে, এক বছর যেতে দেন। তখন এই প্রশ্ন করতে পারেন', বলেন বিশ্বসেরা অলরাউন্ডার।