বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাইসউদ্দিন আহমেদ আর নেই।বুধবার সকালে ৮২ বছর বয়সে মৃত্যু হয় বিশিষ্ট এই ক্রীড়া সংগঠকের।
করোনার লক্ষণ থাকায় গত ২৫ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। করোনা নেগেটিভ এলেও আক্রান্ত হন নিউমোনিয়ায়। সঙ্গে ছিল আরও শারীরিক জটিলতা।
১৯৭৫ থেকে ১৯৮১ সাল পর্যন্ত রাইসউদ্দিন ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাধারণ সম্পাদক। ১৯৯১ থেকে ২০০১ পর্যন্ত পালন করেন সহ-সভাপতির দায়িত্ব।
বাংলাদেশ বিমানের চিফ অফ অ্যাডমিনের দায়িত্বও পালন করেছিলেন তিনি। তার প্রচেষ্টার ফলেই ১৯৭৭ সালে বাংলাদেশ সফরে আসে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। যেখানে তাদের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ ক্রিকেট দল।এমসিসির সুপারিশেই পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সহযোগী সদস্যপদ লাভ করে বাংলাদেশ।
সংগঠক হিসেবেই অধিক পরিচিত রাইসউদ্দিন তরুণ বয়সে ক্রিকেট-ফুটবল দুটিই খেলেছেন ভিক্টোরিয়ার হয়ে। খেলেছেন পাকিস্তানের কায়েদ-ই-আজম ট্রফিতেও।