বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাকিব-মাহমুদের তোপে ১২২-এ শেষ উইন্ডিজ

  •    
  • ২০ জানুয়ারি, ২০২১ ১৫:২২

টসে জিতে তামিম সিদ্ধান্ত নিলেন ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠানোর। তার সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করলেন সাকিব ও হাসান। সঙ্গে সহায়তা করলেন মুস্তাফিজুর রহমান ও মেহেদি হাসান মিরাজ। আর তাতেই মাত্র ১২২ রানে গুটিয়ে গেল সফরকারীরা।

নয় মাস পর আন্তর্জাতিক ক্রিকেট। তাতে উপলক্ষ্য অনেক। তামিম ইকবালের অধিনায়কত্বের শুরু যেমন, তেমনই সাকিবের ফিরে আসা। সঙ্গে হাসান মাহমুদের অভিষেক।

টসে জিতে তামিম সিদ্ধান্ত নিলেন ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠানোর। তার সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করলেন সাকিব ও হাসান। সঙ্গে সহায়তা করলেন মুস্তাফিজুর রহমান ও মেহেদি হাসান মিরাজ। আর তাতেই মাত্র ১২২ রানে গুটিয়ে গেল সফরকারীরা।

ম্যাচের প্রথম ওভারে রুবেল হোসেনকে ছয় হাঁকালেও, দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে মুস্তাফিজের দারুণ এক ইনসুইংয়ে পরাস্ত হয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন ওয়েস্ট ইন্ডিজ সহ-অধিনায়ক সুনিল অ্যামব্রিস। রিভিউ নিলে দেখা যায়, লেগ স্টাম্পে যাচ্ছিল বল।

ম্যাচের চতুর্থ ওভারের মাঝপথে আসে বৃষ্টি। খেলা বন্ধ থাকে এক ঘন্টা। খেলা আবার শুরু হলে মুস্তাফিজের বলে গালিতে দারুণ ক্যাচ নিয়ে আরেক ওপেনার জশুয়া ডি সিলভাকে ফেরান লিটন দাস।

পাওয়ারপ্লেতে আর উইকেট না গেলেও, পাওয়ারপ্লের পর বোলিংয়ে এসে সাকিব রীতিমতো নাকাল করে ছাড়েন অনভিজ্ঞ ক্যারিবীয় ব্যাটসম্যানদের।

সাত ওভারের স্পেল যখন শেষ করেছেন সাকিব, ততক্ষণে উইন্ডিজের মিডল অর্ডারের পুরোটাই প্যাভিলিয়নে। নিজের দশম বলে সাকিব তুলে নেন নিজের প্রথম উইকেট। আন্ড্রে ম্যাকার্থির স্টাম্প ভেঙে সাকিব তুলে নেন ঘরের মাঠে নিজের ১৫০তম উইকেট।

এরপর পালা ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদের। দারুণ এক ডেলিভারিতে পরাস্ত করেন জেসনকে, উইকেটের পেছনে মুশফিকুর রহিম বিন্দুমাত্র সময় অপচয় না করে স্টাম্পিং করে ফেরত পাঠান উইন্ডিজ অধিনায়ককে।

নিজের পঞ্চম ওভারে এনক্রুমাহ বোনারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন সাকিব। বোনার রিভিউ নিলেও, তাতে রক্ষা হয়নি তার। সাত ওভারের স্পেল শেষে সাকিবের ফিগার দাঁড়ায় ৭-২-৮-৩। তাতে ওয়েস্ট ইন্ডিজ পাঁচ উইকেট হারিয়ে বিপদে।

সেখান থেকে তাদের উদ্ধারের চেষ্টা চালান কাইল মায়ার্স ও রভম্যান পাওয়েল। দুজনের ৫৯ রানের জুটিতে ধ্বংসস্তুপ থেকে মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছিল সফরকারীরা। তখনই অভিষিক্ত হাসান ভয়ংকর রূপ ধারণ করেন।

দারুণ এক ডেলিভারিতে পাওয়েলকে মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে ২৮ রানে ফেরত পাঠান প্যাভিলিয়নে। পরের বলেই রেমন রাইফারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন এই ডানহাতি পেসার। যদিও রিপ্লে দেখাচ্ছিল বলটি চলে যেত স্টাম্পের ওপর দিয়ে। আম্পায়ার আউট দেয়ায় এবং দলের কোনো রিভিউ বাকি না থাকায় ফিরতে হয় এই বাঁহাতি ব্যাটসম্যানকে।

অন্য প্রান্ত আগলে রাখা কাইল মায়ার্সকে তার পরের ওভারেই ফেরান মিরাজ। ফ্লাইটেড এক টার্নিং ডেলিভারিতে মায়ার্স ৪০ রানে ফেরেন স্লিপে লিটনকে সহজ ক্যাচ দিয়ে।

পরের ওভারে ম্যাচে নিজের তৃতীয় ক্যাচ তুলে নেন লিটন। হাসানের বলে আকিল হোসেন ফিরে যান দ্বিতীয় স্লিপে থাকা লিটনকে সহজ ক্যাচ দিয়ে।

দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে সাকিব ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দিতে সময় নেন মাত্র দুই বল। আর্ম বলে আলজারি জোসেফের ব্যাট-প্যাডের ফাঁকা দিয়ে স্টাম্প ভেঙে নিজের চতুর্থ উইকেট তুলে নেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

নয় মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে সফরকারীদের মাত্র ১২২ রানেই গুটিয়ে দিয়ে দারুণ শুরু পায় বাংলাদেশ।

এ বিভাগের আরো খবর