বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় বাংলাদেশ

  •    
  • ১৯ জানুয়ারি, ২০২১ ২২:১৯

গত মার্চে মাশরাফি মোর্ত্তজা অধিনায়কত্ব ছাড়ার পর নিয়োগ পান বাঁহাতি এই ওপেনার। করোনা প্রকোপে আন্তর্জাতিক ক্রিকেটে আর মাঠে নামা হয়নি। নিয়মিত অধিনায়ক হিসেবে এটিই তার প্রথম সিরিজ।

দিন গুনলে ৩১৫ দিন, এক বছরের ঠিক হাফ সেঞ্চুরি কম। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এত বড় বিরতি কবে এসেছে, তা খুঁজতে গত শতাব্দীতে ফিরতে হয়। ১৯৯৫ সালের ৮ এপ্রিল পাকিস্তানের সঙ্গে খেলবার পরের আন্তর্জাতিক ম্যাচ বাংলাদেশ খেলে একই প্রতিপক্ষের বিপক্ষে, ১৬ জুলাই, ১৯৯৭ এ।

তখনও বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস পায়নি। এবারের বিরতিটা ভিন্ন রকম। করোনাভাইরাসের করাল থাবায় এক বছর হারিয়ে গেছে টাইগারদের ক্রিকেট জীবন থেকে।

অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বুধবার মাঠে নামছে লাল-সবুজের দল।

শুধু বাংলাদেশ নয়, ফিরছেন সাকিব আল হাসানও। ২০১৯ সালের ২৯ অক্টোবর নিষিদ্ধ হওয়ার পর এই প্রথম আন্তর্জাতিক মঞ্চে পা রাখবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

ফেরার পাশাপাশি এই সিরিজ দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের নতুন অধ্যায়। সেই অধ্যায়ের নাম তামিম ইকবালের অধিনায়কত্ব। গত মার্চে মাশরাফি মোর্ত্তজা অধিনায়কত্ব ছাড়ার পর নিয়োগ পান বাঁহাতি এই ওপেনার। করোনা প্রকোপে আন্তর্জাতিক ক্রিকেটে আর মাঠে নামা হয়নি। নিয়মিত অধিনায়ক হিসেবে এটিই তার প্রথম সিরিজ।

নতুন ব্যাটিং অর্ডার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিং অর্ডার হেড কোচ রাসেল ডমিঙ্গো খোলাসা করেছেন সোমবারেই। সেটির মতে, চার নম্বরে খেলবেন সাকিব আল হাসান এবং সাত নম্বরে সৌম্য সরকার।

পরিসংখ্যান বলে, বাংলাদেশের ইতিহাসের সফলতম তিন নম্বর ব্যাটসম্যান সাকিব আল হাসান। ২০১৮ সালের শুরু থেকে তিন নম্বরে ব্যাট করেছেন সাকিব ২৩ ওয়ানডেতে। সেই ২৩ ওয়ানডেতে ৬৩.৭৭ গড়ে সাকিব করেন ১,১৪৮ রান। দুটি সেঞ্চুরির সঙ্গে হাঁকিয়েছেন ১৩টি ফিফটি। বিশ্বকাপে এই পজিশনে ব্যাট করে আট ইনিংসে ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান করেন সাকিব।

নিয়মিত অধিনায়ক হিসেবে তামিমের প্রথম ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন সাকিব। ছবি: বিসিবি

সাকিবের অনুপস্থিতিতে নিজের কাজটা খারাপ করেননি শান্ত। সঙ্গে যেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে সাকিব রানখরায় ভুগেছেন, শান্ত সেখানে করেছেন ৩০১ রান।

তাই আপাতত শান্তকে বাদ দিচ্ছে না বাংলাদেশ, সাকিবকেও করতে হচ্ছে সমঝোতা। যদিও অধিনায়ক তামিম বলেছেন, চারে ব্যাট করতে খুশি সাকিব।

সাধারণত টপ অর্ডারে ব্যাট করা সৌম্যকে বাংলাদেশ ভাবছে সাত নম্বরের জন্য। সেটি নিয়েও উঠেছে প্রশ্ন। তবে এই পরিকল্পনা দীর্ঘমেয়াদি বলেই জানান অধিনায়ক তামিম। তিনি বলেন, সৌম্য এই পরিকল্পনার কথা জানেন অক্টোবরের প্রেসিডেন্টস কাপের আগে থেকেই।

তৃতীয় পেসার কে?

মোহাম্মদ সাইফুদ্দিন ও মুস্তাফিজুর রহমানের জায়গাটা বাংলাদেশ দলে আপাতত পাকা। সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে রেকর্ড বিবেচনায় দলে সুযোগ পাওয়ার প্রবল সম্ভাবনা মেহেদি হাসান মিরাজের।

তৃতীয় পেসার কে হবেন? দলে থাকা বাকি চার পেসার হাসান মাহমুদ, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের মধ্যে রুবেল নিঃসন্দেহে সবচেয়ে অভিজ্ঞ। তবে নেটে এবং অনুশীলন ম্যাচে বোলিং ঝড় তুলে হাসান তার জায়গার দাবি জানিয়ে রেখেছেন ম্যানেজমেন্টের কাছে।

সম্ভাব্য একাদশ

বাংলাদেশের একাদশ নিয়ে প্রশ্নের জায়গা সামান্যই। তৃতীয় পেসার কে হবেন, সেটিই প্রশ্ন। বাকি দশটি পজিশনে কারা খেলবেন, তা প্রায় নিশ্চিত।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ/রুবেল হোসেন

অনভিজ্ঞ দল পাঠানোয়, ওয়েস্ট ইন্ডিজের দল নিয়ে আছে প্রশ্ন। অধিকাংশ খেলোয়াড়ই অপরিচিত, তাই কাকে বেছে নেবে ম্যানেজমেন্ট তা বেছে নেওয়া দুরূহ। তবে হেইডেল ওয়ালশ জুনিয়র করোনাক্রান্ত হওয়ায় আরেক স্পিনার আকিল হোসেন যে খেলছেন, তা নিশ্চিত।

ওয়েস্ট ইন্ডিজ সম্ভাব্য একাদশ: সুনিল অ্যামব্রিস, জশুয়া ডা সিলভা (উইকেটকিপার), এনক্রুমাহ বোনার, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, রভম্যান পাওয়েল, জেসন মোহাম্মদ (অধিনায়ক), রেমন রাইফার, আলজারি জোসেফ, আকিল হোসেন, চেমার হোল্ডার

সাবেক অধিনায়ক মাশরাফি মোর্ত্তজা ইতিমধ্যে টাইগারদের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। তামিম চাইবেন, নিয়মিত অধিনায়ক হিসেবে তার শুরুটা হোক দারুণ। সেই লক্ষ্যেই সকাল সাড়ে এগারোটায় মিরপুরে মাঠে নামবে টাইগাররা, ৩১৫ দিন পর আবারও জয় পেতে।

এ বিভাগের আরো খবর