বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাতে খেলবেন, আগেই জানতেন সৌম্য

  •    
  • ১৯ জানুয়ারি, ২০২১ ১৬:১৯

সৌম্য সরকার সাধারণত খেলেন টপ অর্ডারে। ওপেন না করলে বড়জোর তিন নম্বরে। এই তিন পজিশনে ব্যাট করে ৫১ ইনিংসে ৩৫.৪৬৭ গড়ে সৌম্য রান করেছেন ১৬৬৭। অন্যদিকে মিডল ও লোয়ার অর্ডারে চার ইনিংস মিলিয়ে সৌম্য সর্বসাকুল্যে করেছেন মাত্র ৬১ রান।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডের একাদশ এখনও অজানা থাকলেও, ব্যাটিং অর্ডার সোমবারই খোলাসা করেছেন বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো।

টাইগারদের কোচ জানান, তামিম-লিটন ওপেনিং জুটির পর তিন নম্বরে খেলবেন নাজমুল হোসেন শান্ত। চারে সাকিব আল হাসান, পাঁচে মুশফিকুর রহিম ও ছয়ে খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে চমক হয়ে এসেছে সাত নম্বর ব্যাটসম্যানের বেলায়। সেখানে খেলবেন সৌম্য সরকার!

সৌম্য সরকার সাধারণত খেলেন টপ অর্ডারে। ওপেন না করলে বড়জোর তিন নম্বরে। এই তিন পজিশনে ব্যাট করে ৫১ ইনিংসে ৩৫.৪৬ গড়ে সৌম্য রান করেছেন ১,৬৬৭। মিডল ও লোয়ার অর্ডারে চার ইনিংস মিলিয়ে সৌম্য সর্বসাকুল্যে করেছেন মাত্র ৬১ রান।

সৌম্যকে সাতে খেলানো নিয়ে তাই উঠেছে অনেক প্রশ্ন। বিশেষ করে সর্বশেষ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ইনিংস সূচনা করে ১১ ইনিংসে ২৯২ রান করা সৌম্য কেনো সাতে, এটিই নিয়েই ছিল প্রশ্ন।

মঙ্গলবার এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানান, সৌম্য লোয়ার অর্ডারে খেলবেন, এমন পরিকল্পনা তাদের দীর্ঘ দিনের।

‘সৌম্যকে আমরা এই কথাটা বলেছি প্রেসিডেন্টস কাপের আগে। যে এই পজিশনে আমরা তোমাকে ব্যাট করতে দেখতে চাই। খেলা ও মানসিক দিক থেকে তৈরি হও। এটা কারও জন্যে সারপ্রাইজ হয়ে আসেনি।এই কথা আগে থেকে জানা ছিল’, বলেন তামিম।

তামিম যোগ করেন, এই পজিশনে এখনও নিখুঁত কাউকে খুঁজে পায়নি বাংলাদেশ। বলেন, ‘এই বার্তাটা সৌম্যকে দেওয়া হয়েছিল ৪ থেকে ৫ মাস আগে। যদি শেষ ৬-৭ বছর দেখেন তাহলে এটা এমন এক জায়গা যেখানে এখন পর্যন্ত উপযুক্ত কাউকে খুঁজে পাইনি। এখন যদি কাউকে না পাওয়া যায় তখন তৈরি করতে হয়।’

তামিম বলেন, এই পজিশনের জন্য একমাত্র বিবেচনা সৌম্য নন। তালিকায় আছেন মোহাম্মদ মিঠুন ও আফিফ হোসেনও।

‘শুধু সৌম্য না, এখানে মিঠুন আছে, আফিফ আছে। এই স্পটে আমাদের দুই-তিনজন আছে। এই জায়গাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আমি যা মনে করি’, বলেন তামিম।

এ বিভাগের আরো খবর