বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বকাপ প্রস্তুতির প্রথম ধাপ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

  •    
  • ১৮ জানুয়ারি, ২০২১ ১৯:৪১

২০২৩ সালে ভারতে হবে পরবর্তী বিশ্বকাপ। তারই প্রস্তুতির প্রথম ধাপ হিসেবে ভালোভাবে সিরিজ শেষ করতে চায় বাংলাদেশ। সে বিষয়ে আত্মবিশ্বাসী কোচ ডমিঙ্গো। তিনি বলেন, ‘বিশ্বকাপের তিন বছর আছে। আমরা জানি যে, সময়টা দ্রুত চলে যাবে। এই সিরিজ হবে বিশ্বকাপের দিকে আমাদের প্রথম পদক্ষেপ।’

করোনা পরিস্থিতির মধ্যেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ও প্রেসিডেন্টস কাপ দিয়ে খেলায় ফিরেছে দেশের ক্রিকেট। দুই দিন পর শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ।

দুই দেশের সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। আর এই সিরিজটাকে ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতির প্রথম ধাপ মনে করছেন বাংলাদেশ দলের কোচ রাসেল ডমিঙ্গো।

সোমবার এক অনলাইন সংবাদ সম্মলনে সিরিজ নিয়ে জাতীয় দলের লক্ষ্য ও বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে কথা বলেন টাইগার বস।

বাংলাদেশ দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে ডমিঙ্গো বলেন, ‘অবশ্যই আমরা সবাই খেলতে পারছি বলে খুব উচ্ছ্বসিত। আমরা অনেক অনুশীলন করেছি এবং আমরা ঘরোয়া টি-টোয়েন্টি এবং ওয়ানডে টুর্নামেন্ট খেলেছি।’

‘খেলোয়াড় এবং কোচ সবাই খেলতে অধীর আগ্রহে আছি। আমরা মনে করি, এই আট বা নয় দিনের জন্য সত্যিই ভালো অনুশীলন করেছি।’

ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে অনুশীলনরত সাকিব-তামিমরা

বাংলাদেশের সঙ্গে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ২০ জানুয়ারি মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে একদিনের ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ।

সিরিজ জয় নিয়ে আশাবাদী এই কোচ বলেন, ‘এটা আমাদের জন্য একটি বড় সিরিজ। বিশ্বকাপের প্রস্তুতি হবে এটি। আমরা নিশ্চিত করতে চাই যে, আমরা সত্যিই ভালোভাবে শুরু করতে পারি।’

‘আমরা প্রথম ম্যাচে ভালো করতে পূর্ণ ফোকাস রাখছি। আমরা সিরিজটি ভালোভাবে শুরু করতে চাই।’

বিশ্বকাপকে সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এই সিরিজে বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল।

তামিম ইকবালের নেতৃত্ব নিয়ে আত্মবিশ্বাস তার গুরু রাসেল ডমিঙ্গো।

তিনি অধিনায়কত্বের বিষয়টি ব্যাখ্যা করেন এভাবে, ‘আমি বাংলাদেশের দায়িত্বে জড়িত থাকতে তামিম ওয়ানডে দলের নেতৃত্ব দিচ্ছে। আমি জানি যে, ২০১৯ সালে তিনি দলের অধিনায়ক ছিলেন। এখন পর্যন্ত তার সঙ্গে কাজ করে আমি সত্যিই আনন্দ পেয়েছি।’

যোগ্যতা দিয়ে দলে সুযোগ পেয়েছেন তামিম মন্তব্য করে কোচ বলেন, ‘সে খুব যত্নশীল। সব খেলোয়াড় আত্মবিশ্বাসী এবং স্বাচ্ছন্দ্য বোধ করছেন কি না তা নিশ্চিতে তৎপর থাকে তামিম। খেলোয়াড়রা মানসিকভাবে ভালো জায়গায় আছে কি না তা নিশ্চিত করার কাজ করছে সে।’

অধিনায়ক তামিমকে সর্বোচ্চ সহায়তা করতে চান কোচ। বলেন, ‘আমি তার সঙ্গে কাজ করার এবং যতটা সম্ভব সাহায্য করার অপেক্ষায় আছি। সে সঠিক কারণে খেলছে। সে ভালো করতে চায়। তার নেতৃত্ব এবং তার পারফরম্যান্স সম্পর্কে অনেক গবেষণা হয়েছে, সে এটি নিয়ে খুব সচেতন। সে নিজের অধিনায়কত্ব ভালোভাবে শুরু করতে চায়।’

২০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সামনে রেখে বাংলাদেশের দলের প্রস্তুতি

২০২৩ সালে ভারতে হবে পরবর্তী বিশ্বকাপ। তারই প্রস্তুতির প্রথম ধাপ হিসেবে ভালোভাবে সিরিজ শেষ করতে চায় বাংলাদেশ। সে বিষয়ে আত্মবিশ্বাসী কোচ ডমিঙ্গো।

তিনি বলেন, ‘বিশ্বকাপের তিন বছর আছে। আমরা জানি যে, সময়টা দ্রুত চলে যাবে। এই সিরিজ হবে বিশ্বকাপের দিকে আমাদের প্রথম পদক্ষেপ।’

বিশ্বকাপ মাথায় রেখে তাই দলে কিছু নতুন মুখকে নেয়া হয়েছে। কয়েকটি সিরিজের মাধ্যমে একটা পরীক্ষিত ব্যাটিং লাইন তৈরি করতে চান কোচ ডমিঙ্গো।

তিনি বলেন, ‘ব্যাটিং পজিশনে এক বা দুটি পরিবর্তন হতে পারে। বিশ্বকাপের কমপক্ষে ছয় থেকে আট মাস আগে সেই ব্যাটিং লাইন আপকে প্রতিষ্ঠিত করতে হবে। বিশ্বকাপে তারা যে পজিশনে খেলবে তাদের এভাবেই গড়ে তুলতে হবে।’

তাই ক্যারিবীয়দের সঙ্গে সিরিজ জিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাটাকে স্মরণীয় করে রাখতে চান তিনি। সেই লক্ষ্যের প্রথম ওয়ানডে ম্যাচ বাংলাদেশ খেলবে বুধবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে।

এ বিভাগের আরো খবর