ব্রিসবেনে বৃষ্টির বাধায় সিরিজ বাঁচানোর সম্ভাবনা জিইয়ে রেখেছে ভারত। ৩২৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে সফরকারী দলের সংগ্রহ ছিল বিনা উইকেটে ৪ রান।শেষ দিন ভারতের লক্ষ্য ৯৮ ওভার ব্যাট করা। তাহলেই বোর্ডার-গাভাস্কার ট্রফি নিজেদের কাছে রেখে দিতে পারবে তারা। অন্যদিকে, অস্ট্রেলিয়া চাইবে ওই সময়ে ভারতের ১০ উইকেট তুলে নিতে। তেমনটি হলে ২-১ ব্যবধানে সিরিজ জিতবে স্বাগতিক দল।চতুর্থ দিন বিনা উইকেটে ২১ রান নিয়ে খেলা শুরু করে ২৯৪ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।তৃতীয় দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মার্কাস হ্যারিস ও ডেভিড ওয়ার্নার রান পেলেও ইনিংস বড় করতে পারেননি। হ্যারিস ৩৮ রান করে শার্দুল ঠাকুরের বলে কট বিহাইন্ড হন।৪৮ রান করা অভিজ্ঞ ডেভিড ওয়ার্নারকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন ওয়াশিংটন সুন্দার।চতুর্থ দিন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেন মোহাম্মদ সিরাজ। ক্যারিয়ারের প্রথমবার পাঁচ উইকেট পান এই পেসার।৩১তম ওভারের তৃতীয় বলে ২৫ রান করা মারনাস ল্যাবুশেইনকে আউট করেন সিরাজ। দুই বল পর শূন্য রানে ম্যাথিউ ওয়েডকে আউট করে জোড়া আঘাত করেন অস্ট্রেলিয়াকে। অজিদের স্কোর দাঁড়ায় ১২৩/৪।সেখান থেকে দলকে সামাল দেন স্টিভেন স্মিথ ও ক্যামেরন গ্রিন। পঞ্চম উইকেটে তারা যোগ করেন ৭৩ রান। ক্যারিয়ারের ৩১তম টেস্ট ফিফটি পূর্ণ করেন স্মিথ। দলের সেরা এই ব্যাটসম্যানও ইনিংস বড় করতে পারেননি। ৫৫ রান করে বিদায় নেন সিরাজের বলে।৩৭ রান করা গ্রিনকে আউট করেন ঠাকুর। শেষ দিকে টিম পেইন ও প্যাট কামিন্সকে দুটি ক্যামিওতে তিনশর কাছাকাছি পৌঁছায় অস্ট্রেলিয়া।২৭ রান করেন পেইন আর ২৮ রান আসে কামিন্সের ব্যাট থেকে। কামিনস অপরাজিত থাকলেও পেইনকে আউট করেন ঠাকুর।মিচেল স্টার্কের পর শেষ ব্যাটসম্যান জশ হেইজলউডের উইকেট তুলে নিয়ে সিরাজ পূর্ণ করেন তার ‘ফাইভ-ফর’। অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ২৯৪ রানে।ভারতের হয়ে ৭৩ রানে ৫ উইকেট নেন সিরাজ। আর ৬১ রান খরচায় চার উইকেট শিকার করেন ঠাকুর।ব্রিসবেনে চতুর্থ দিন বৃষ্টির কারণে প্রায় ২৪ ওভার খেলা নষ্ট হয়। ভারত দ্বিতীয় ইনিংসে ১.৫ ওভারের বেশি ব্যাট করতে পারেনি। রোহিত শর্মা ৪ ও শুভমান গিল শূন্য রানে অপরাজিত আছেন।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের সিরিজ বাঁচানোর লড়াই
৩২৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চতুর্থ দিন শেষে সফরকারী দলের সংগ্রহ ছিল বিনা উইকেটে ৪ রান।
-
ট্যাগ:
- অস্ট্রেলিয়া-ভারত
এ বিভাগের আরো খবর/p>