শ্রীলংকার বিপক্ষে গল টেস্টে জয়ের দ্বারপ্রান্তে আছে ইংল্যান্ড। স্বাগতিকদের বেঁধে দেওয়া ৭৪ রানের লক্ষ্যে ইংল্যান্ড দিন শেষ করেছে তিন উইকেটে ৩৮ রানে।
দুই উইকেটে ১৫৬ রানে দিন শুরু করা শ্রীলংকা চতুর্থ দিনের শুরুতেই হারায় নাইটওয়াচম্যান লাসিথ এম্বুলদেনিয়াকে। তবে অপর প্রান্তে লাহিরু থিরিমান্নে তুলে নেন নিজের সেঞ্চুরি।
১১১ রানে থিরিমান্নের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারানো শুরু করে শ্রীলংকা। ফলে সফরকারীদের জন্য বড় লক্ষ্য বেঁধে দেওয়ার ক্ষেত্রে হোঁচট খায় তারা।
এক প্রান্ত আগলে রাখেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। কিন্তু তাতে রক্ষা হয়নি। শেষ ব্যাটসম্যান হিসেবে ম্যাথিউজ যখন ফিরে যান ব্যক্তিগত ৭১ রানে, শ্রীলংকার লিড তখন মাত্র ৭৩। তারা গুটিয়ে যায় ৩৫৯ রানে।
৭৪ রানের লক্ষ্য শুরুতে পাহাড়সম হয়ে যায় ইংল্যান্ডের জন্য। ছয় ওভারের মধ্যেই ডম সিবলি, জ্যাক ক্রলি ও অধিনায়ক জো রুটকে হারিয়ে ইংল্যান্ড বিপাকে পড়ে শুরুতে।
সেখান থেকে তাদের সামাল দেন জনি বেয়ারস্টো ও অভিষিক্ত ড্যান লরেন্স। দুজনে মিলে যোগ করেন ২৪ রান। ইংল্যান্ডের জন্য তার চেয়েও গুরুত্বপূর্ণ ছিল আর উইকেট না হারানো। সেটি নিশ্চিত করেন দুজনে মিলে।
বেয়ারস্টো ও লরেন্স অপরাজিত আছেন ১১ ও ৭ রানে।