বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টেইল এন্ডাররা ম্যাচে ফেরাল ভারতকে

  •    
  • ১৭ জানুয়ারি, ২০২১ ১৪:০৫

অস্ট্রেলিয়া যখন প্রথম ইনিংসে বড় লিডের স্বপ্ন দেখছে তখনই উইকেটে জমে যান ওয়াশিংটন সুন্দার ও শার্দুল ঠাকুর। সপ্তম উইকেটে ১২৩ রান যোগ করেন এই দুই বোলার। ৩৬ ওভার অবিচ্ছিন্ন থাকেন দু’জন।

ব্রিসবেন টেস্টের তৃতীয় দিন টেইল এন্ডের কৃতিত্বে ম্যাচে ফিরেছে ভারত। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৩৬৯ রানের জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৩৩৬ রানে। দিন শেষে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ২১/০। স্বাগতিক দলের লিড ৫৪ রানের।তৃতীয় দিন দুই উইকেটে ৬২ রান নিয়ে সকালের সেশন শুরু করে ভারত। আগের দিন ৮ রানে অপরাজিত চেতেশ্বর পুজারাকে প্রথম ঘণ্টাতেই তুলে নেয় অস্ট্রেলিয়া।ব্যক্তিগত ২৫ রানে জশ হেইজলউডের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান।সঙ্গীর বিদায়ের পর মায়াঙ্ক আগারওয়ালকে নিয়ে কিছুক্ষণ টিকে থাকেন আজিঙ্কা রাহানে। ৩৭ রান করা ভারতীয় অধিনায়ককে শিকার করেন মিচেল স্টার্ক।আগারওয়াল ও রিশাভ পান্টও বিদায় নেন দ্রুত। দুইজনের উইকেটই তুলে নেন হেইজলউড। আগারওয়ালের ব্যাট থেকে আসে ৩৮। পান্ট করেন ২৩। দুইজনের বিদায়ে ভারতের স্কোর দাঁড়ায় ১৮৬/৬।অস্ট্রেলিয়া যখন প্রথম ইনিংসে বড় লিডের স্বপ্ন দেখছে তখনই উইকেটে জমে যান ওয়াশিংটন সুন্দার ও শার্দুল ঠাকুর। সপ্তম উইকেটে ১২৩ রান যোগ করেন এই দুই বোলার। ৩৬ ওভার অবিচ্ছিন্ন থাকেন দু’জন।অজি বোলারদের নির্ভয়ে খেলে দুই টেইল এন্ডার পূর্ণ করেন হাফ সেঞ্চুরি। ৯০ বলে ক্যারিয়ারের প্রথম ফিফটি পান ঠাকুর। অন্যপ্রান্তে সুন্দারের অর্ধশত আসে ১০৮ বলে।৬৭ রানে ঠাকুরকে বোল্ড করে জুটি ভাঙ্গেন কামিনস। আর সুন্দার ৬২ রান করে স্টার্কের বলে আউট হন। এই দুইজনের বিদায়ের পর বেশিক্ষণ টেকেনি ভারতের ইনিংস।নাভদিপ সাইনিকে ৫ ও মোহাম্মদ সিরাজকে ১৩ রানে আউট করে ভারতের ইনিংস মুড়ে দেন হেইজলউড। টেস্ট ক্যারিয়ারের নবমবারের মতো পান ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট।অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের সংগ্রহের চেয়ে ৩৩ রানে পিছিয়ে থেকে ৩৩৬ রানে অলআউট হয় ভারত। অস্ট্রেলিয়ার হয়ে ৫৭ রানে ৫ উইকেট নেন হেইজলউড। স্টার্ক ও কামিনস দুটি করে উইকেট নেন।নিজেদের দ্বিতীয় ইনিংসে ছয় ওভার ব্যাট করার সুযোগ পায় অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ও মার্কাস হ্যারিস মিলে অস্ট্রেলিয়ার লিড ৫০ ছাড়িয়ে নেন। ওয়ার্নার ২০ ও হ্যারিস ১ রানে অপরাজিত ছিলেন।

এ বিভাগের আরো খবর