বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘গালি দেয়া চারিত্রিক দুর্বলতার বহিঃপ্রকাশ’

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৬ জানুয়ারি, ২০২১ ১১:৫৬

‘সিডনি মর্নিং হেরাল্ড’ এ প্রকাশিত চিঠিতে মাঠ বা মাঠের বাইরে গালিগালাজ করা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন চ্যাপেল।

অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের অধিনায়ক টিম পেইনের সাম্প্রতিক আচরণে ক্ষুব্ধ হয়ে তার উদ্দেশে খোলা চিঠি লিখেছেন দলটির সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেল। শনিবার ‘সিডনি মর্নিং হেরাল্ড’ এ প্রকাশিত চিঠিতে মাঠ বা মাঠের বাইরে গালিগালাজ করা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন এই কিংবদন্তি। ভারতের বিপক্ষে চার ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টের শেষ দিন রভিচন্দ্রন আশউইনকে মাঠের মধ্যে কটূক্তি করে তোপের মুখে পড়েন পেইন। এরপর ঘটনাটির জন্য দুঃখপ্রকাশ করে ক্ষমাও চেয়েছেন অজি অধিনায়ক। তাতেও মন গলেনি চ্যাপেলের। বেশ কড়া ভাষায় পেইনকে লিখেছেন তিনি।‘কর্মক্ষেত্রে বা কোনো আলোচনায় গালি দেয়াটা গ্রহণযোগ্য নয়। আমার কাছে এটি খুবই স্বস্তা একটা ব্যাপার। গালি দিয়ে কেউ শক্তিশালী হয়না। বরং এতে তাদের চারিত্রিক দুর্বলতাই প্রকাশ পায়’, খোলা চিঠিতে লেখেন চ্যাপেল।অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে পেইনকে আরও ভালো উদাহরণ তৈরি করতে হবে উল্লেখ করে সাবেক এই টেস্ট ক্রিকেটার লেখেন,‘লক্ষ লক্ষ ছোট ছেলে মেয়ের জন্য আপনাকে ব্যাট ও বলে আরও ভালো উদাহরণ তৈরি করার তাগিদ দেবো। যাতে করে তারা তাদের হিরোদের খারাপ বিষয়গুলো অনুকরণ না করা শুরু করে। এটাই আপনার রেখে যাওয়া শ্রেষ্ঠ অবদান হতে পারে।’অতীতে অস্ট্রেলিয়া দলের বিপর্যয়ের সময় শক্ত হাতে দলকে সামলেছেন পেইন। বিশেষ করে ২০১৮ সালে সাউথ আফ্রিকা সফরে ‘স্যান্ড পেপার গেইট’ কেলেঙ্কারীর সময় তার নেতৃত্বগুণ প্রশংসিত হয় ক্রিকেট বিশ্বে। পেইনকে ঠিক সেটিই স্মরণ করিয়ে দেন চ্যাপেল। ‘আপনি অস্ট্রেলিয়াকে বিচক্ষণতা, সাহস এবং রসবোধের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। তিন বছর আগে কেপ টাউনের সেই ঘটনার পর অস্ট্রেলিয়ান ক্রিকেটের ইমেজ পুনরুদ্ধারের জন্য আপনার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাকে অনুরোধ করব অধিনায়ক হওয়ার পর থেকে যেভাবে দলকে সামলেছেন সেভাবেই আবার নেতৃত্ব দেবেন।’শুধু কড়া সমালোচনাই নয় সিডনি টেস্টের পর পেইনের পদক্ষেপের প্রশংসাও করেন চ্যাপেল। ক্ষমা চাওয়া ও দুঃখপ্রকাশ করাটাই যথাযথ ছিল উল্লেখ করে তিনি লেখেন, ‘এ থেকে বোঝা যায় আপনি অনুতপ্ত এবং দ্রুত সবকিছু সমাধান করতে চান। আপনার সামনে বছরখানেকের ক্রিকেট এখনও বাকি আমার বিশ্বাস। যারা আপনার মনোযোগে বিঘ্ন ঘটাতে চাচ্ছে ও অনেক কথা বলছে তাদের উচিত একটা পাগলাটে দুপুরের ঘটনা দিয়ে বিচার না করে বছরখানেক পর আপনার সম্পর্কে মন্তব্য করা।’পেইনের উদ্দেশে লেখা চিঠিটি যখন ছাপা হয়েছে তখন অবশ্য তিনি ব্যস্ত ব্রিসবেনে। ভারতের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের দ্বিতীয় দিনের লড়াইয়ে।

এ বিভাগের আরো খবর