বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রুটের ব্যাটে গলে চালকের আসনে ইংল্যান্ড

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৫ জানুয়ারি, ২০২১ ২১:২৩

সংক্ষিপ্ত স্কোর: শ্রীলংকা ১৩৫, ৪৬.১ ওভার (চান্দিমাল ২৮, ম্যাথিউজ ২৭, বেস ৫/৩০, ব্রড ৩/২০); ইংল্যান্ড ৩২০/৪, ৯৪ ওভার (রুট ১৬৮*, লরেন্স ৭৩, এম্বুলদেনিয়া ৩/১৩১, পেরেরা ১/৮২)

প্রথম দিনে স্বাগতিক শ্রীলংকাকে মাত্র ১৩৫ রানে গুটিয়ে দিয়ে ইংল্যান্ড দিন শেষ করে দুই উইকেটে ১২৭ রানে। দ্বিতীয় দিনে অধিনায়ক জো রুটের সেঞ্চুরিতে ১৮৫ রানের লিড নিয়ে দিন শেষ করেছে সফরকারীরা।

লিড আরও বড় হতে পারতো ইংল্যান্ডের। কিন্তু বৃষ্টির কারণে দিনের শেষ সেশনের খেলা না হওয়ায় সেটি হয়নি।

রুট অপরাজিত আছেন ১৬৮ রানে। উইকেটে তাকে সঙ্গ দিচ্ছেন জস বাটলার। ইংল্যান্ড দিন শেষ করেছে চার উইকেটে ৩২০ রানে।

দিনের শুরুতেই জনি বেয়ারস্টোকে ৪৭ রানে ফিরিয়ে দিয়ে স্বাগতিকদের দারুণ শুরু এনে দেন লাসিথ এম্বুলদেনিয়া। কিন্তু সেখান থেকে অভিষিক্ত ড্যান লরেন্সের সঙ্গে ১৭৩ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে চালকের আসনে বসান তাদের অধিনায়ক রুট।

রুট নিজের শতক তুলে নিলেও সেই ভাগ্য হয়নি লরেন্সের। ৭৩ রানে দিলরুয়ান পেরেরার দারুণ এক ডেলিভারিতে ৭৩ রানে আউট হয়ে ফিরতে হয় এই বাঁহাতি ব্যাটসম্যানকে।

তবে রুট ও বাটলার নিশ্চিত করেন, সেই সেশনে আর উইকেট হারায়নি ইংল্যান্ড। দুই দল চা পানের বিরতিতে যাওয়ার পরপরই শুরু হয় বৃষ্টি, যাতে ভেসে যায় দিনের শেষ সেশন।

শেষ সেশনের ওভার পুনরুদ্ধার করতে তৃতীয় দিনের খেলা শুরু হবে ৪৫ মিনিট আগে। তৃতীয় দিনে দলের লিড বড় করার পাশাপাশি নিজের চতুর্থ ডাবল সেঞ্চুরি তুলে নেওয়ার লক্ষ্যও নিশ্চয়ই থাকবে রুটের!

এ বিভাগের আরো খবর