বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান সুনিল অ্যামব্রিসের রেকর্ড বেশ ভালো। তিন ম্যাচ খেলে ৬৫ গড়ে রান করেছেন ১৩০, রয়েছে একটি ফিফটিও।
আসন্ন বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের সহ-অধিনায়ক এই ডানহাতি ব্যাটসম্যান। বাংলাদেশের বিপক্ষে আগে কখনও সেঞ্চুরি না করা অ্যামব্রিসের তাই এই সিরিজে লক্ষ্য একটি সেঞ্চুরি হাঁকানো।
‘ব্যক্তিগতভাবে আমি রান করতে চাই। আমি অন্তত তিন ম্যাচে একটা সেঞ্চুরি পেতে চাই। আমি মনে করি এটা আমাকে অনেক ভালো করাবে’, শুক্রবার এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে গণমাধ্যমকে বলেন অ্যামব্রিস।
পরবর্তী সিরিজের একাদশে জায়গা পাকা করতে রান চাই অ্যামব্রিসের। তিনি বলেন, ‘আমি মনে করি এটি প্রকৃতপক্ষে প্রথম সফর যেখানে আমি আত্মবিশ্বাসী যে আমি শুরু করতে যাচ্ছি। আমি এই সিরিজকে এমনভাবে কাজে লাগাতে চাই যেন পরবর্তী সফরগুলোর একাদশে জায়গা নিশ্চিত থাকে।’
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৩ ওয়ানডে খেলা অ্যামব্রিসের রান পাওয়াটা তার দলের জন্যও গুরুত্বপূর্ণ। করোনার ভয় ও ব্যক্তিগত কারণে বাংলাদেশ সফরে আসেননি তাদের ১২ জন প্রথম সারির খেলোয়াড়। এই সিরিজের ওয়েস্ট ইন্ডিজ দল তাই তারুণ্যে ভরপুর।
দলের অনভিজ্ঞতা মেনে নিয়ে অ্যামব্রিস বলেন, তাদের দলে এমন প্রতিভাবান ব্যাটসম্যান আছেন যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।
‘আমি মনে করি আমরা খুব অনভিজ্ঞ একটি ব্যাটিং দল। তবে আমাদের কাছে এক গুচ্ছ প্রতিভাবান ব্যাটসম্যান রয়েছে যারা একবার দাঁড়িয়ে গেলে সিরিজের মোড় ঘুরে যেতে পারে’, বলেন ক্যারিবীয় সহ-অধিনায়ক।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজ শুরু হবে ২০ জানুয়ারি। তার আগে ১৮ জানুয়ারি বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন তারা।