সাউথ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য তারুণ্য নির্ভর স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০ সদস্যের দলে রাখা হয়েছে একাধিক আনকোরা খেলোয়াড়কে।নিউজিল্যান্ড সিরিজে বিপর্যয়ের পর দলের খোলনলচে পালটে ফেলার ঘোষণা দিয়েছিল পিসিবি ম্যানেজমেন্ট। সেটারই প্রতিফলন দেখা গেল সাউথ আফ্রিকা সিরিজের দলে।ওপেনার শান মাসুদ, ব্যাটসম্যান হারিস সোহাইল ও পেসার মোহাম্মদ আব্বাস কাটা পড়েছেন নিউজিল্যান্ড সিরিজের দল থেকে। মোহাম্মদ রিজওয়ানের কাছ থেকে অধিনায়কত্ব ফিরে পেয়েছেন বাবর আজম। চোটের কারণে ব্ল্যাকক্যাপদের বিপক্ষে সিরিজ খেলতে পারেননি তিনি।নতুন প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম দলে ডেকেছেন ইমরান বাট, হারিস রাউফ, কামরান গুলাম এবং সালমান আলি আগাদের মতো অভিষেকের অপেক্ষায় থাকা তরুণদের। ২০ জনের দলে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই নয় জনের।সাউথ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটি করাচিতে শুরু হচ্ছে ২৬ জানুয়ারি।
পাকিস্তান টেস্ট দলে ৯ জনই নতুন মুখ
নতুন প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম দলে ডেকেছেন ইমরান বাট, হারিস রাউফ, কামরান গুলাম এবং সালমান আলি আগাদের মতো অভিষেকের অপেক্ষায় থাকা তরুণদের। ২০ জনের দলে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই নয় জনের।
-
ট্যাগ:
- পাকিস্তান
এ বিভাগের আরো খবর/p>