বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ল্যাবুশেইনের সেঞ্চুরিতে স্বস্তিতে অস্ট্রেলিয়া

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৫ জানুয়ারি, ২০২১ ১৪:০৪

প্রথম দিন শেষে স্বাগতিক দলের সংগ্রহ পাঁচ উইকেটে ২৭৪। ১০৮ রান করে আউট হন ল্যাবুশেইন।

ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে মারনাস ল্যাবুশেইনের সেঞ্চুরি স্বস্তি দিচ্ছে অস্ট্রেলিয়াকে। প্রথম দিন শেষে স্বাগতিক দলের সংগ্রহ পাঁচ উইকেটে ২৭৪। ১০৮ রান করে আউট হন ল্যাবুশেইন।ব্রিসবেনের গতিময় উইকেটে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক টিম পেইন। সিদ্ধান্ত যে সঠিক ছিল না সেটা বুঝতে খুব বেশি সময় লাগেনি অস্ট্রেলিয়ার।প্রথম ওভারেই ডেভিড ওয়ার্নারের উইকেট তুলে নেয় ভারত। অভিজ্ঞ এই ওপেনারকে চার রানে ফেরান মোহাম্মদ সিরাজ।ভারতের অনভিজ্ঞ সিম অ্যাটাক সকালের প্রথম দুই ঘণ্টায় শক্ত পরীক্ষা নেয় অজি ব্যাটসম্যানদের।যে পরীক্ষায় উৎরাতে ব্যর্থ হন আরেক ওপেনার মার্কাস হ্যারিস। শার্দুল ঠাকুরের বলে পাঁচ রান করে ফেরেন উইল পুকোভস্কির ইনজুরিতে দলে জায়গা পাওয়া এই ব্যাটসম্যান।দ্রুত দুই উইকেট হারানো স্বাগতিক দলের হাল ধরেন স্টিভেন স্মিথ ও ল্যাবুশেইন। তৃতীয় উইকেটে ৭০ রান যোগ করেন দুইজন। জুটি যখন উইকেটে থিতু হয়ে এসেছে, তখনই আঘাত হানে ভারত।৩৬ রান করা স্মিথকে আউট করেন টেস্ট অভিষিক্ত ওয়াশিংটন সুন্দার। সঙ্গী হারালেও অবিচল ছিলেন ল্যাবুশেইন। ম্যাথিউ ওয়েডকে নিয়ে গড়েন আরেকটি সফল জুটি।চতুর্থ উইকেটে ওয়েড-ল্যাবুশেইন মিলে যোগ করেন ১১৩ রান। ল্যাবুশেইন পূর্ণ করেন তার পঞ্চম টেস্ট সেঞ্চুরির। ১৯৫ বল খেলে নয়টি বাউন্ডারিতে এই মাইলফলকে পৌঁছান তিনি।এরপরই জোড়া আঘাত হানে ভারত। উইকেটে সেট হয়ে শট খেলতে থাকা ওয়েডকে বিপজ্জনক হতে দেননি টি নটরাজন। ৪৫ রানে তাকে ফেরান এই সিমার।দুই ওভার পর ১০৮ রানে ল্যাবুশেইনকেও বিদায় করেন নটরাজন। ২১৩ রানে পাঁচ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তখন তিনশর কমে গুটিয়ে যাওয়ার শঙ্কায়।তেমনটি হতে দেননি পেইন ও ক্যামেরন গ্রিন। দুইজনে মিলে কাটিয়ে দেন দিনের বাকি সময়। রান যোগ করেন ৬১। দিনশেষে গ্রিন ২৮ ও পেইন ৩৮ রানে অপরাজিত ছিলেন।ভারতের হয়ে দুটি উইকেট নেন নটরাজন। একটি করে উইকেট পান সিরাজ, ঠাকুর ও সুন্দার।প্রথম দিন চোটের কারণে ৭.৫ ওভারের বেশি বল করতে পারেননি পেসার নাভদিপ সাইনি। কুঁচকির চোটে পড়ে মাঠ ছাড়তে হয় তাকে।

এ বিভাগের আরো খবর