বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আবারও চোট ভারতীয় ক্যাম্পে, মাঠের বাইরে সাইনি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৫ জানুয়ারি, ২০২১ ১৩:৩৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের প্রথম দিন নিজের অস্টম ওভারের শেষ বল করার সময় কুঁচকি অস্বস্তি বোধ করেন তিনি। পরে ফিজিওর সঙ্গে পরামর্শ করে মাঠ ছাড়েন এই সিমার। তার ওভারটি শেষ করেন রোহিত শর্মা।

ভারতীয় ক্যাম্পে থামছে না ইনজুরির হামলা। একের পর এক খেলোয়াড় চোটে ছিটকে যাবার পর, শঙ্কা এবারে পেসার নাভদিপ সাইনিকে নিয়ে। ব্রিসবেন টেস্টের প্রথম দিনই কুঁচকির ব্যাথায় মাঠের বাইরে চলে যান তিনি।অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের প্রথম দিন নিজের অস্টম ওভারের শেষ বল করার সময় কুঁচকি অস্বস্তি বোধ করেন তিনি। পরে ফিজিওর সঙ্গে পরামর্শ করে মাঠ ছাড়েন এই সিমার। তার ওভারটি শেষ করেন রোহিত শর্মা।স্ক্যানের পর তার চোটের অবস্থা বোঝা যাবে। আপাতত সানি ভারতীয় দলের চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।সিডনি টেস্টের পর তলপেটের পেশির চোটে ভারত হারায় জাসপ্রিত বুমরাহকে। আঙ্গুলে ব্যাথা পেয়ে ছিটকে যান রভিন্দ্র জাদেজা আর পিঠের পেশিতে ইনজুরি থাকায় খেলতে পারেননি রভিচন্দ্রন আশউইন।আগেই দুই অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা ও উমেশ ইয়াদভকে চোটের কারণে হারায় সফরকারী দল।গত ৮৮ বছরে সবচেয়ে অনভিজ্ঞ বোলিং অ্যাটাক নিয়ে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে আজিঙ্কা রাহানের দল।ভারতের পাঁচ বোলার নাভদিপ সাইনি, টি নাটরাজন, মোহাম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দার ও শার্দিল ঠাকুর সব মিলে খেলেছেন চার টেস্ট। এর মধ্যে সুন্দার ও নাটরাজনের টেস্ট অভিষেক হয়েছে ব্রিসবেনে।

এ বিভাগের আরো খবর