বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে ওয়েস্ট ইন্ডিজ দল এখন বাংলাদেশে। তিন দিনের কোয়ারেন্টিন পর্ব শেষ করে বৃহস্পতিবার অনুশীলন শুরু করে তারা।
বাংলাদেশে পৌঁছানোর আগেই অবশ্য ক্যারিবীয়দের দল নিয়ে উঠেছে নানা প্রশ্ন। করোনার ভয় ও ব্যক্তিগত কারণে আসতে রাজি হননি ১২ জন খেলোয়াড়। ফলে, অনভিজ্ঞদের দিয়েই দল সাজাতে হয়েছে সফরকারীদের।
এর ওপরে অতীত অভিজ্ঞতাও পক্ষে কথা বলছে না ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশের বিপক্ষে শেষ পাঁচ মুখোমুখি ওয়ানডের সবকটিতেই হেরেছে তারা।
অনভিজ্ঞ দল নিয়ে তাই ধারাবাহিকতাকেই নিজেদের অস্ত্র মানছেন ওয়েস্ট ইন্ডিজ দলের ওয়ানডে অধিনায়ক জেসন মোহাম্মদ। বৃহস্পতিবার সন্ধ্যায় এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটি বলেন তিনি।
‘রেকর্ড বলে ওরা আমাদের শেষ কয়েকবারের দেখায় হারিয়েছে। আমরা তরুণ একটি দল। আমরা যদি ১০০ ওভার ধরে ধারাবাহিক ক্রিকেট খেলতে পারি, নিজেদের ভিত্তি ঠিক রাখতে পারি, আমরা ম্যাচ জিততে পারব। ধারাবাহিকতাই হবে আমাদের মূল অস্ত্র এবং সঙ্গে আমাদের স্কিল ভালোভাবে প্রয়োগ করা’, বলেন জেসন।
অনভিজ্ঞ দল নিয়ে প্রথম একাদশ নির্বাচন কঠিন হবে বলেও জানান জেসন। তিনি বলেন, ‘অনভিজ্ঞ হোক বা না হোক, প্রথম একাদশ নির্বাচন অবশ্যই কঠিন। কোচ, আমি ও স্টাফ মিলে আমরা কন্ডিশন মোতাবেক আমাদের সেরা দলটি মাঠে নামানোর সিদ্ধান্ত নেব। প্রথম একাদশ নির্বাচন করা কঠিন হবে।’
বাংলাদেশের বিপক্ষে ২০ জানুয়ারি প্রথম ওয়ানডেতে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য এর আগে ১৮ জানুয়ারি একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।