বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রথম দিনে শ্রীলংকাকে গুঁড়িয়ে দিল ইংল্যান্ড

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৪ জানুয়ারি, ২০২১ ২০:০৬

সংক্ষিপ্ত স্কোর: শ্রীলংকা ১৩৫, ৪৬.১ ওভার (চান্দিমাল ২৮, ম্যাথিউজ ২৭, বেস ৫/৩০, ব্রড ৩/২০); ইংল্যান্ড ১২৭/২, ৪১ ওভার (রুট ৬৬*, বেয়ারস্টো ৪৭*, এম্বুলদেনিয়া ২/৫৫)

গল টেস্টে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে দারুণ এক দিন পার করেছে ইংল্যান্ড। স্বাগতিকদের মাত্র ১৩৫ রানে গুটিয়ে দিয়ে সফরকারীরা দিন শেষ করেছে দুই উইকেটে ১২৭ রান নিয়ে। উইকেটে আছেন অধিনায়ক জো রুট ও জনি বেয়ারস্টো।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলংকা অধিনায়ক দিনেশ চান্দিমাল। সেই সিদ্ধান্ত যে ভুল ছিল, তা প্রমাণ করতে স্টুয়ার্ট ব্রড নিলেন মাত্র তিন ওভার। চতুর্থ ওভারেই লাহিরু থিরিমান্নেকে ফিরিয়ে শ্রীলংকার ধ্বসের শুরু করেন এই পেইসার।

মাত্র দুই বলের ব্যবধানে ব্রড কুশাল মেন্ডিসকে শূন্য রানে ফেরত পাঠান প্যাভিলিয়নে। টেস্ট ক্রিকেটে এটি ছিল কুশালের টানা চতুর্থ শূন্য রানের ইনিংস।

প্রথম সেশন শেষ হওয়ার আগেই ডম বেসের বলে ফিরে যান কুশল পেরেরাও। অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও চান্দিমাল মিলে প্রথম সেশনে আর কোনো উইকেট পড়তে না দিলেও দ্বিতীয় সেশনে আবার শুরু হয় ধ্বস।

ম্যাথিউজকে ফিরিয়ে ধ্বসের সূচনা করেন ব্রড, তা শেষ করেন বেস। দ্বিতীয় সেশনে চার উইকেট তুলে নিয়ে বেস তার ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট নেন। তাতে স্বাগতিকরা গুটিয়ে যায় মাত্র ১৩৫ রানে।

জবাবে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডেরও। মাত্র ১৭ রানের ভেতরেই তারা হারায় দুই ওপেনার ডম সিবলি ও জ্যাক ক্রলিকে।

কিন্তু সেই বিপদ আর বাড়তে দেননি অধিনায়ক রুট ও বেয়ারস্টো। ১১০ রানের অপরাজিত জুটি গড়ে তারা দিন শেষ করেন শ্রীলংকার থেকে মাত্র আট রান পিছিয়ে থেকে।

চার নম্বরে নেমে ফিফটি হাঁকান রুট। দিনশেষে অপরাজিত থাকেন ৬৬ রানে, বেয়ারস্টো ৪৭ রানে।

এ বিভাগের আরো খবর