ওয়েস্ট ইন্ডিজ সফরকে সামনে রেখে নিজেদের মধ্যে দুই দলে ভাগ হয়ে বিকেএসপিতে একটি ৪০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে মাত্র ১৬১ রানেই গুটিয়ে গেছে তামিম একাদশ।
মাহমুদুল্লাহ একাদশের তরুণ পেসার হাসান মাহমুদের বোলিং ঝড়েই উড়ে গেছেন তামিম-লিটনরা। ছয় ওভার বোলিং করে মাত্র ২১ রান দিয়ে চার উইকেট তুলে নিয়েছেন তিনি।
টসে হেরে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও লিটন দাসের জুটি টেকে মাত্র চার ওভার। আল-আমিন হোসেনের বলে শরিফুল ইসলামকে ক্যাচ দিয়ে মাত্র দুই রানে ফেরেন লিটন।
তামিম ও নাজমুল হোসেন শান্তর ৪০ রানের জুটিতে প্রাথমিক বিপর্যয় এড়ালেও তাতে বেশি লাভ হয়নি তাদের। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় রানের গতি বাড়ানো হয়নি তামিমদের।
আফিফ হোসেনের ৩২ বলে ৩৫ রানের ইনিংসের বদৌলতে শেষ পর্যন্ত ১৬১ রান পর্যন্ত পৌঁছায় তামিম একাদশ। তামিম, শান্ত ও সৌম্য সরকার যথাক্রমে ২৮, ২৭ ও ২৪ রান করেন।
হাসানের চার উইকেটের পাশাপাশি দুটি করে উইকেট শিকার করেন শরিফুল ও আল-আমিন। একটি উইকেট নেন মেহেদি হাসান মিরাজ।