সিডনি টেস্ট ড্রয়ের পর অস্ট্রেলিয়ানদের একের পর এক নেতিবাচক বিষয় সামনে আনছে ভারতীয় মিডিয়া। নিজেদের দলকে প্রশংসায় ভাসানোর পাশাপাশি অস্ট্রেলিয়ানদের দাঁড় করাচ্ছে কাঠগড়ায়। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড ও টিম পেইনের ওপর ভারতীয় মিডিয়ার তোপ ছিল এতদিন। এবারে তোপের মুখে স্টিভেন স্মিথ।পঞ্চম দিনের ড্রিংকস ব্রেকের সময় স্টাম্প ক্যামেরায় দেখা যায় স্মিথ ব্যাটিং ক্রিজে দাঁড়িয়ে শ্যাডো করছেন। পান্ট যেই প্রান্তে ছিলেন ওই প্রান্তে ব্যাটিং ক্রিজে তিনি নিজের বুট দিয়ে ঘষা দেন। এরপরই শুরু হয় ভারতীয় মিডিয়া ও বিশেষজ্ঞদের সমালোচনা। তাদের দাবি পান্টের ব্যাটিংয়ে সমস্যা তৈরির জন্য ইচ্ছা করেই এমনটা করেছেন স্মিথ।এমন অভিযোগে বেশ চটেছেন অস্ট্রেলিয়ান হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার। ভারতীয় মিডিয়ার সমালোচনাকে ‘হাস্যকর ও আবর্জনা’ বলে উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘আমি আসলেই বিশ্বাস করতে পারছি না স্টিভ স্মিথকে নিয়ে যে ধরণের আবর্জনা লেখা হচ্ছে। পুরোপুরি আবর্জনা। যারা স্মিথকে চেনে তারা জানে ও একটু অন্য রকম। বছর কয়েক সে মজার অনেক কিছুই করছে যা নিয়ে আমরা হাসাহাসি করি।’পিচ নষ্ট করার যে অভিযোগ এসেছে সেটিকে হাস্যকর ও অসম্ভব মনে করেন ল্যাঙ্গার। ভারতীয় সোনি টিভি নেটওয়ার্কের এক অনলাইন প্রেস কনফারেন্সে ল্যাঙ্গার বলেন, ‘কেউ যদি মুহূর্তের জন্যও ভাবে যে স্মিথ অন্যকিছু করার চেষ্টা করছিল সে অনেক বেশি বকছে। কংক্রিটের মতো একটা ফ্ল্যাট উইকেটে কোনো কিছু করতে হলে ১৫ ইঞ্চি লম্বা স্পাইকের প্রয়োজন। আমার কাছে ব্যাপারটা আসলেই হাস্যকর।’স্মিথ মাঝে মধ্যে অদ্ভূত আচরণ করেন স্বীকার করে ল্যাঙ্গার বলেন, ‘আমি এটা আগেও সবাইকে বলেছি ও ওকেও (স্মিথ) বলেছি যে ও একটু আজব। ও সারাক্ষণ খেলা নিয়ে চিন্তা করে দেখেই খেলার সময় ও ক্রিজে অমনটা করে।’দুই দলের মধ্যেকার চতুর্থ ও শেষ টেস্ট শুরু হচ্ছে শুক্রবার। ১-১ সমতায় আছে সিরিজ।
স্মিথের বিরুদ্ধে অভিযোগ হাস্যকর: ল্যাঙ্গার
পঞ্চম দিনের ড্রিংকস ব্রেকের সময় স্টাম্প ক্যামেরায় দেখা যায় স্মিথ ব্যাটিং ক্রিজে দাঁড়িয়ে শ্যাডো করছেন। পান্ট যেই প্রান্তে ছিলেন ওই প্রান্তে ব্যাটিং ক্রিজে তিনি নিজের বুট দিয়ে ঘষা দেন। এরপরই শুরু হয় ভারতীয় মিডিয়া ও বিশেষজ্ঞদের সমালোচনা। তাদের দাবি পান্টের ব্যাটিংয়ে সমস্যা তৈরির জন্য ইচ্ছা করেই এমনটা করেছেন স্মিথ।
-
ট্যাগ:
- অস্ট্রেলিয়া-ভারত
এ বিভাগের আরো খবর/p>