অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে খেলা হচ্ছে না জাসপ্রিত বুমরাহর। তলপেটের পেশি টান পাওয়ার কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন এই পেসার।
রভিন্দ্র জাদেজার সিরিজ শেষ হওয়ার কয়েক ঘণ্টা পর আবারও দুঃসংবাদ পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে নিশ্চিত করেছেন এই তথ্য। পিটিআই সূত্রে প্রতিবেদন ছেপেছে ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস।
সিডনি টেস্টের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করার সময় তলপেটে টান লাগে বুমরাহর। পরে স্ক্যানে পেশিতে চোট ধরা পড়ে তার।
‘সিডনি টেস্টে ফিল্ডিং করার সময় জাসপ্রিত বুমরাহ তলপেটের পেশিতে চোট পান। ব্রিসবেন টেস্টে খেলা হচ্ছে না তার। তবে পরের সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে খেলা নিয়ে সংশয় নেই তার,’ বলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের ওই কর্মকর্তা।
ইংল্যান্ড সিরিজের আগে টিম ম্যানেজমেন্ট বুমরাহকে পুরোপুরি বিশ্রাম দিতে রাজি হয়েছে। চোটের কারণে ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি ও উমেশ ইয়াদাভকেও পায়নি ভারত। সিডনি টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করার সময় আঙ্গুলে চোট পেয়ে সিরিজ শেষ স্পিনার জাদেজারও। সোমবার রাতে এই স্পিনারের চোটের কথা নিশ্চিত করে বিসিসিআই।
বুমরাহর অনুপস্থিতিতে দলের পেস অ্যাটাক সামলাবেন এই সিরিজে অভিষেক হওয়া মোহাম্মদ সিরাজ। তার সঙ্গে দেখা যেতে পারে নাভদিপ সাইনি, শারদুল ঠাকুর ও টি নাটরাজনকে।
শুক্রবার থেকে শুরু হচ্ছে ব্রিসবেন টেস্ট। সিরিজ বর্তমানে ১-১ সমতায় আছে।