বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পেইসারদের ফিল্ডিংয়ে উন্নতি চাই কুকের

  •    
  • ১১ জানুয়ারি, ২০২১ ১৮:০৪

বাংলাদেশের পেইসারদের ফিল্ডিং নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন বিভিন্ন সময়ে। কুকের মতে, উন্নতি অবশ্যই করতে হবে। তবে তাদের চেষ্টায় সন্তুষ্ট কুক।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজকে সামনে রেখে মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন। সোমবার ছিল প্রস্তুতি দ্বিতীয় দিন।

সেশন শুরুর পর হয় সামান্য ওয়ার্ম আপ। এরপরই ক্রিকেটারদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েন বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ রায়ান কুক।

থ্রোয়িং, ক্যাচিং ও গ্রাউন্ড ফিল্ডিং - ক্রিকেট মাঠে ফিল্ডিং এর মতো প্রাথমিক ব্যাপারগুলো নিয়েই কাজ করলেন কুক।

অনুশীলন শেষ এক ভিডিও বার্তায় কুক জানান ছুটি কাটিয়ে আসা ক্রিকেটারদের এখনই চাপে রাখতে চাননা তিনি।‘খেলোয়াড়রা টি-টোয়েন্টি টুর্নামেন্টের পর একটি বিরতি থেকে ফিরেছে। তাই তাদেরকে ধীরে ধীরে অনুশীলনের মধ্যে ফিরিয়ে আনছি। মাঠে তাদের মুভমেন্ট এবং বেসিকের ওপর কাজ করছি। তাদের থ্রোয়িংকে আগের জায়গায় আনার চেষ্টা করছি। কিছু ক্ষেত্রে আপনি একটু অনভ্যস্ত হয়ে চোট বাধাতে পারেন। সিরিজের সময়ে ঘনিয়ে আসতে আসতে অনুশীলনের চাপ বাড়াব’, বলেন কুক।

বাংলাদেশের পেইসারদের ফিল্ডিং নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন বিভিন্ন সময়ে। কুকের মতে, উন্নতি অবশ্যই করতে হবে। তবে তাদের চেষ্টায় সন্তুষ্ট কুক।

তিনি বলেন, ‘পেইসাররা তাদের ফিল্ডিং নিয়ে পরিশ্রম করছে। তারা অতিরিক্ত কাজ করতে চাচ্ছে এবং দারুণ চেষ্টা করছে যা আমি পছন্দ করি। তাদের টেকনিক বিশেষ করে ক্যাচিং এবং গ্রাউন্ড ফিল্ডিংয়ের কিছু দিক নিয়ে কাজ করতে হবে। সাধারণত তাদের থ্রোয়িং বেশ ভালো। আমি আশা করছি উন্নতি করার এই যে উৎসাহ তা সামনের দুই বছরে এগিয়ে যেতে সাহায্য করবে।’

এ বিভাগের আরো খবর