বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শেষ পর্যন্ত লড়াইয়ের পরিকল্পনা ছিল: রাহানে

  •    
  • ১১ জানুয়ারি, ২০২১ ১৪:৩০

দুই টেইল এন্ডার হনুমা ভিহারি ৪০ ওভারেরও বেশি ব্যাট করে অস্ট্রেলিয়াকে জয় বঞ্চিত রাখেন। এমন জয়ে উচ্ছ্বসিত সফরকারী দল।

সিডনি টেস্টে স্রোতের বিপরীতে লড়াই করে দারুণ এক ড্র করেছে ভারত। তাদের দুই টেইল এন্ডার হনুমা ভিহারি ৪০ ওভারেরও বেশি ব্যাট করে অস্ট্রেলিয়াকে জয় বঞ্চিত রাখেন। এমন জয়ে উচ্ছ্বসিত সফরকারী দল।টিকে থাকার লক্ষ্য নিয়েই পঞ্চম দিন মাঠে নামে ভারত, এমনটা জানান অধিনায়ক আজিঙ্কা রাহানে।

‘সকালে মাঠে নামার আগে ফলের কথা না ভেবে শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার মাথায় ছিল আমাদের। পুরো ম্যাচে বিশেষ করে আজকে আমরা যেভাবে লড়াই করেছি সেটা নিয়ে আমি খুবই খুশি। ভিহারি ও আশউইনকে কৃতিত্ব দিতেই হয়। যেভাবে তারা ব্যাট করেছে ও শেষ দিকে দৃঢ়তা দেখিয়েছে তা সত্যিই প্রশংসা যোগ্য,’ ম্যাচ শেষে বলেন রাহানে।পুরো টেস্ট ম্যাচে প্রাধান্য বিস্তার করার পর শেষ দিনে জয় হাতছাড়া হওয়াটা মেনে নিতে কষ্ট হচ্ছে বলে জানান অজি অধিনায়ক টিম পেইন।‘আমার মনে হয় পুরো ম্যাচে জয়ের অসংখ্য সুযোগ তৈরি করেছি। এটা হজম করা আসলেই কঠিন। আমাদের বোলাররা দারুণ বল করেছেন। কিন্তু আমরা বিশেষ করে আমি ক্যাচ ভালো নিতে পারিনি। আমরা শেষ দুটো টেস্ট ভালো খেলতে পারিনি। তবে, এই ম্যাচে ব্যাটিং ভাল হয়েছে। ব্রিসবেন টেস্টের অপেক্ষায় আছি,’ ম্যাচ শেষে বলেন পেইন।

চতুর্থ ইনিংসে ভারতের ড্র যোগ হয়েছে তাদের দলীয় মাইলফলকে। ১৯৮০ সালের পর এই প্রথম কোনো টেস্টের চতুর্থ ইনিংসে এটিই ভারতের সবচেয়ে দীর্ঘ ইনিংস।ড্র হওয়া ম্যাচে চতুর্থ ইনিংসে ভারতের সবচেয়ে বেশি ইনিংস ব্যাট করার তালিকায় সিডনি টেস্ট আছে পাঁচ নম্বরে।

ওভার প্রতিপক্ষ ও মৌসুম

১৫০.৫ ইংল্যান্ড ১৯৭৯

১৩৬ ওয়েস্ট ইন্ডিজ ১৯৪৮/৪৯

১৩২ ওয়েস্ট ইন্ডিজ ১৯৫৮/৫৯

১৩১ পাকিস্তান ১৯৭৯/৮০

১৩১ অস্ট্রেলিয়া ২০২০/২১

এশিয়ার দলগুলো মধ্যে চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি ওভার ব্যাট করার নজিরও এটি।

ওভার দল ও মৌসুম

১৩১ ভারত সিডনি ২০২০/২১

৮৯.৫ ভারত সিডনি ২০১৪/১৫

৮৫ শ্রীলংকা কেয়ার্ন্স ২০০৪

৭৫ ভারত অ্যাডেলেইড ১৯৮০/৮১

এমন জয়ে স্বাভাবিক ভাবেই অভিনন্দনের জোয়ারে ভাসছে ভারতীয় দল। কিংবদন্তি শচিন টেন্ডুলকার শুভেচ্ছা জানান টুইটারে। রিশাভ পান্ট, চেতেশ্বর পুজারা, রভিচন্দ্রন আশউইন ও হানুমা ভিহারিকে অভিনন্দন জানিয়ে মাস্টার ব্লাস্টার লেখেন, ‘টিম ইন্ডিয়াকে নিয়ে অত্যন্ত গর্বিত। বলতে পারেন এরপর কোন ড্রেসিং রুমের মনোবল উঁচু থাকবে?’

এ বিভাগের আরো খবর