বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

টেস্টে যেদিন এসেছিল প্রথম জয়

  •    
  • ১০ জানুয়ারি, ২০২১ ১৯:১০

বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের ১৫ বছর পূর্তি আজ ১০ জানুয়ারি। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে জিম্বাবুয়েকে ২২৬ রানে হারিয়ে নিজেদের টেস্ট ইতিহাসে প্রথম জয় তুলে নিয়েছিল টাইগাররা।

২০০৫ সালের ১০ জানুয়ারি। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম। জাতীয় পতাকা নিয়ে ভিক্টরি ল্যাপ দিচ্ছেন বাংলাদেশের খেলোয়াড়রা। দর্শকদের মধ্যে উন্মত্ত আনন্দ। থাকবেই বা না কেন? কারণ অবশেষে যে ধরা দিয়েছে টেস্ট জয়!

২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর সাড়ে চার বছরে বাংলাদেশ খেলে ফেলেছিল ৩৪টি টেস্ট। সেই ৩৪ ম্যাচে সবচেয়ে বড় অর্জন ছিল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের সঙ্গে ড্র। আরও দুটি ড্র ছিল জিম্বাবুয়ের বিপক্ষে।

চট্টগ্রামে সেই টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক হাবিবুল বাশার। নাফীস ইকবাল, বাশার, রাজিন সালেহ ও মোহাম্মদ রফিকের ফিফটিতে বাংলাদেশ তোলে ৪৮৮।

নিউজবাংলাকে নাফীস জানান, প্রথম ইনিংসে বড় সংগ্রহের পর থেকেই জয়ের ব্যাপারে একটা প্রত্যাশা ছিল তাদের।

তিনি বলেন, ‘আমরা যখন একটা বড় স্কোর গড়লাম, স্বাভাবিক একটা প্রত্যাশা ছিল। প্রথম ইনিংসে যেহেতু ভালো করেছিলাম, দ্বিতীয় ইনিংসেও ভালো করার প্রত্যাশা ছিল। অবশ্যই আমরা একটা ভালো শুরু করে একটা পুশ পেয়েছিলাম।’

রফিকের পাঁচ উইকেটের সুবাদে নিজেদের প্রথম ইনিংসে জিম্বাবুয়ে গুটিয়ে যায় ৩১২ রানে। ফলে বাংলাদেশ পায় ১৭৬ রানের বড় লিড।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে আবারও নায়ক কাপ্তান হাবিবুল বাশার। তার ফিফটিতে ভর করে বাংলাদেশ ইনিংস ঘোষণা করে ২০৪ রানে। জিম্বাবুয়ের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৮১।

বাকিটুকু স্পিনার এনামুল হক জুনিয়রের বাঁ হাতের খেল। ছয় উইকেট তুলে নিয়ে একাই গুঁড়িয়ে দিলেন জিম্বাবুইয়ান ব্যাটিং লাইনআপকে। বাংলাদেশ তুলে নেয় ২২৬ রানের বিশাল জয়।

নিউজবাংলাকে এনামুল জানান, সেই ইনিংসের আগে অধিনায়ক বাশার তাকে বলেছিলেন, তিনি ভালো বোলিং না করলে হয়ত টেস্টটি জেতা হবে না বাংলাদেশের।

তিনি বলেন, ‘আগের দিন উইকেট পাইনি। সুমন ভাই আমাকে ডেকে বলল, তুই যদি ভালো বল না করিস, তাহলে হয়ত আমরা টেস্টটা জিততে পারব না। এই টেস্টটা না জিতলে আমরা কবে আবার জিতব তার নিশ্চয়তা ছিল না।’

এনামুল জানান, তার আত্মবিশ্বাস আসা শুরু করে স্টুয়ার্ট মাতসিকেনিয়েরিকে আউট করার পর।

তিনি বলেন, ‘আমি মাতসিকেনিয়েরিকে আউট করেছিলাম। তখন থেকেই আসলে আত্মবিশ্বাসটা আসা শুরু হয়। ডে ফাইভে পুরোটাই আমাদের মোমেন্টাম ছিল।

‘যখন মাসাকাদজা ও ব্রেন্ডন টেইলর আউট হলো, তখন থেকেই আমরা একটু একটু করে বিশ্বাস পাচ্ছিলাম। মনে হচ্ছিল, টেস্টটা জিতব। এরপর তাতেন্দা টাইবুকে আউট করার পর আমরা নিশ্চিত ছিলাম, আমরা টেস্টটা জিতব।’

ম্যাচসেরা এনামুল জানান, ম্যাচের আগে থেকেই বিশ্বাস ছিল সিরিজে একটি টেস্ট জিতবেন তারা। তবে তিনি ম্যাচসেরা হবেন, সেটি ভাবেননি।

‘আমাদের বিশ্বাস ছিল প্রথম থেকেই যে এই সিরিজে একটা টেস্ট আমরা জিতব। আর সেই ম্যাচে আমি ম্যান অফ দ্য ম্যাচ। কেউই সেটা চিন্তা করিনি আসলে। কারণ সবাই চিন্তা করেছিল রফিক ভাই হয়ত ভালো বোলিং করবে বা জেতাবে। বাট আমি ভাগ্যবান যে আমি অনেক ভালো বোলিং করেছিলাম’, বলেন এনামুল।

তিনি জানান, সেই ম্যাচের পর থেকে পরের ম্যাচের শুরু পর্যন্ত তারা সবাই ছিলেন দারুণ আনন্দে।

এনামুল বলেন, ‘সবার চোখে-মুখে একটা আনন্দ ছিল, ফুল প্যাকড স্টেডিয়াম ছিল। আমাদের হোটেলে যেতেই লেগেছিল প্রায় এক ঘণ্টা। কারণ অনেক মানুষ ছিল। ঢাকা যাওয়ার আগে পর্যন্ত পার্টি মুডে ছিলাম আমরা। সবাই শুভেচ্ছা জানাচ্ছিল- আইসিসি থেকে, সাবেক ক্রিকেটাররা, আত্মীয়-স্বজনরা। নেক্সট টেস্ট ম্যাচটা খেলার আগ পর্যন্ত একটা আনন্দের মুড ছিল।’

চট্টগ্রামের ছেলে নাফীস ইকবালের জন্য সেই টেস্ট জয়ের স্মৃতি অন্যরকম আনন্দের। বাসার লাগোয়া স্টেডিয়ামে জেতা টেস্টের স্মৃতি এখনও এম এ আজিজ স্টেডিয়াম দেখলেই মনে পড়ে বলে জানান সাবেক এই ডানহাতি ব্যাটসম্যান।

‘আমার বাসার পাশের মাঠ তো, পাড়ার মাঠের মতো। আমার এখানে যাওয়া-আসা অনেক ছিল। তো জয়ের পর একটা ভিন্ন অনুভূতি ছিল। হোম গ্রাউন্ড না শুধু, একদম বাসার কাছে প্রথম টেস্ট জেতা। এখনও যখন বের হই, এই মাঠের দিকে তাকালে আমার ওই স্মৃতিটা মনে পড়ে।’

সেই ম্যাচে ব্যাট হাতে সফল না হলেও শেষ উইকেট ক্রিস্টোফার এমপোফুর ক্যাচ নিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল।

তার মতে, সেই সিরিজে তুলনামূলক শক্তিশালী ছিলেন তারাই।

নিউজবাংলাকে আশরাফুল বলেন, ‘সেদিনের কথা মনে পড়লে তো অন্যরকমই লাগে। এনামের অসাধারণ বোলিং, সুমন ভাইয়ের ব্যাটিং। আর শেষ ক্যাচটা ধরেছিলাম আমি। ওই সিরিজে আমরা তুলনামূলকভাবে ওদের থেকে শক্তিশালী ছিলাম। এক টাইবু আমাদের অনেক ভুগিয়েছিল।’

এ বিভাগের আরো খবর