ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল।
ক্যাম্পে যোগ দিয়েছেন ওয়ানডে সিরিজের জন্য প্রাথমিক দলে ডাক পাওয়া ২৪ ক্রিকেটার।
রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাকাডেমি মাঠ ও ইনডোরে অনুশীলন করেন ক্রিকেটাররা।
অনুশীলনে ক্রিকেটারদের সঙ্গে হেড কোচ রাসেল ডমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুক থাকলেও উপস্থিত ছিলেন না ফাস্ট বোলিং কোচ ওটিস গিবসন ও ব্যাটিং কোচ জন লুইস।
ব্রিটিশ পাসপোর্ট থাকায় গিবসনকে থাকতে হচ্ছে কোয়ারেন্টিনে। ইংল্যান্ড থেকে আসা জন লুইসও আছেন সরকারের বেঁধে দেয়া ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে।
টাইগারদের এই ক্যাম্পে আছে দুটি প্রস্তুতি ম্যাচ। নিজেদের মধ্যে ভাগ হয়ে বিকেএসপিতে ১৪ ও ১৬ জানুয়ারি দুটি প্রস্তুতি ওয়ানডে ম্যাচ খেলবেন ক্রিকেটাররা।
করোনার মধ্যেই দুটি আন্তর্জাতিক সিরিজ খেলে বাংলাদেশ সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে প্রস্তুতির দিক থেকে এমনিতেই এগিয়ে আছে দলটি।
আর বাংলাদেশ খেলেছে স্রেফ দুটি ঘরোয়া টুর্নামেন্ট। তবে এই টুর্নামেন্টে খেলার মধ্য দিয়ে ভালো প্রস্তুতি হয়েছে বলে দাবি জাতীয় দলের তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর।
‘অবশ্যই আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর পর খেলব আমরা। কিন্তু আমি মনে করি, প্রস্তুতি মোটামুটি ভালোই হয়েছে। কারণ একটা টুর্নামেন্ট খেলেছি, প্রেসিডেন্টস কাপও আমরা সবাই মোটামুটি খেলেছি। সো, প্রস্তুতি মোটামুটি ভালোই হয়েছে। তারপরও অনেক দিন পর প্র্যাকটিসে নেমে আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আমাদের প্র্যাকটিস ম্যাচও হবে। এই প্র্যাকটিস ম্যাচগুলো যদি আমরা ভালোভাবে খেলতে পারি তাহলে আমার মনে হয় খুব বেশি একটা সমস্যা হবে না।’
২০ জানুয়ারি প্রথম ওয়ানডের মধ্য দিয়ে মিরপুরে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২২ জানুয়ারি একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডের পর ২৫ জানুয়ারি তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামে।
৩ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১১ ফেব্রুয়ারি।
সিরিজ দুটি খেলার জন্য রোববার সকালে ঢাকায় পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ দল। নিয়মানুযায়ী তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকবেন তারা। এরপর অনুশীলন শুরু করবে অতিথিরা।