বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ দল

  •    
  • ১০ জানুয়ারি, ২০২১ ১২:২৪

কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান ক্যারিবীয়রা। সেখান থেকে দলটি সরাসরি হোটেলে গিয়ে জৈব নিরাপত্তা বলয়ে প্রবেশ করে।

তিন ওয়ানডে ও দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

খেলোয়াড়, কোচসহ ৩৮ জনের বহর নিয়ে রোববার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাদের বহনকারী কাতার এয়ারওয়েজের উড়োজাহাজটি।

প্রথমবারের মতো এত বড় বহর নিয়ে বাংলাদেশ সফরে এলো ওয়েস্ট ইন্ডিজ।

বিমানবন্দরে নেমেই দলটি সরাসরি হোটেলে গিয়ে জৈব নিরাপত্তা বলয়ে প্রবেশ করে। তিন দিন হোটেলে কোয়ারেন্টিনের পর নিজেদের মধ্যে অনুশীলন করতে পারবেন তারা।

আগামী ১৮ জানুয়ারি বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ দল।

২০ জানুয়ারি মিরপুরে প্রথম ওয়ানডের মধ্য দিয়ে শুরু হবে ওয়ানডে সিরিজ। ২২ জানুয়ারি একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডের পর তৃতীয় ওয়ানডের জন্য দুই দল যাবে চট্টগ্রামে। শেষ ওয়ানডে বন্দরনগরীতে হবে ২৫ জানুয়ারি।

আগামী ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। পরের ও শেষ টেস্ট মিরপুরে শুরু হবে ১১ ফেব্রুয়ারি।

এই সিরিজের মধ্য দিয়ে প্রায় নয় মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। গত মার্চে শেষ বার জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল টাইগাররা।

সিরিজকে সামনে রেখে এরই মধ্যে হোটেলে জৈব নিরাপত্তা বলয়ে প্রবেশ করেছে বাংলাদেশের প্রাথমিক দলে ডাক পাওয়া ২৪ ক্রিকেটার।

এ বিভাগের আরো খবর