সিডনি টেস্টের তৃতীয় দিন ব্যাট করার সময় আঘাত পাওয়ায় স্ক্যান করানো হয়েছে দুই ভারতীয় ক্রিকেটার রভিন্দ্র জাদেজা ও রিশাভ পান্টের। পান্ট হাতে ব্যাথা পান আর আঙ্গুলে ব্যাথা পান জাদেজা।‘শনিবার দ্বিতীয় সেশনে ব্যাট করার সময় রিশাভ পান্ট বাঁ-হাতে ব্যাথা পেয়েছেন। তার স্ক্যান করানো হবে,’এক টুইটে জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।ব্যাথা নিয়েই ব্যাট করেন পান্ট। ৩৬ রান করে জশ হেইজলউডের বলে কট বিহাইন্ড হন এই উইকেটকিপার ব্যাটসম্যান। রিশাভের বদলে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের সময় উইকেটকিপিং করেন ঋদ্ধিমান সাহা।জাদেজাও ব্যাট করার সময় আঘাত পান বাঁ-হাতের বৃদ্ধাঙ্গুলিতে। ব্যাথা নিয়েই ব্যাট করে অপরাজিত থাকেন তিনি। তবে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি। তাকেও স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে বিসিসিআই।সিরিজে আগেই চোটের জন্য তিন পেসার মোহাম্মদ শামি, উমেশ ইয়াদভ ও ইশান্ত শর্মাকে হারায় ভারত।ব্যাটসম্যান কেএল রাহুল বাম হাতের চোটে দল ছিটকে থেকে যান সিরিজের দ্বিতীয় টেস্ট এর পর। আর প্রথম টেস্ট খেলে প্রথম সন্তান জন্মের জন্য ছুটিতে দেশে ফিরে যান অধিনায়ক ও সেরা ব্যাটসম্যান ভিরাট কোহলি।
ভারতের চিন্তায় জাদেজা ও পান্টের চোট
স্ক্যান করানো হয়েছে দুই ভারতীয় ক্রিকেটার রভিন্দ্র জাদেজা ও রিশাভ পান্টের। পান্ট হাতে ব্যাথা পান আর আঙ্গুলে ব্যাথা পান জাদেজা।
-
ট্যাগ:
- অস্ট্রেলিয়া-ভারত
এ বিভাগের আরো খবর/p>