গত আগস্টে বাংলাদেশের ব্যাটিং পরামর্শকের দায়িত্ব থেকে সরে দাঁড়ান নিল ম্যাকেঞ্জি। এরপর মাঝখানে ক্রেইগ ম্যাকমিলানকে নিয়োগ দিলেও ব্যক্তিগত কারণে সরে দাঁড়ান তিনিও।
অবশেষে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ইংলিশ কোচ জন লুইসকে ব্যাটিং কোচের পদে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে প্রশ্ন দেখা দিয়েছে লুইসের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শুরু থেকেই বাংলাদেশ দলের সঙ্গে কাজ করা নিয়ে।
ইংল্যান্ড থেকে আসা সবার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সরকার। লুইস ইংল্যান্ড থেকে ঢাকায় এসে পৌঁছেছেন বৃহস্পতিবার সকালে; আছেন কোয়ারেন্টিনে।
১৪ দিন কোয়ারেন্টিনে থাকার পর করোনা পরীক্ষায় নেগেটিভ এলে লুইস দলের সঙ্গে যোগ দিতে পারবেন ২১ বা ২২ জানুয়ারিতে। অর্থাৎ ওয়ানডে সিরিজ শুরুর আগে তো বটেই, প্রথম ওয়ানডের আগে তার সঙ্গে পরামর্শের সুযোগ থাকবে না সাকিব-তামিমদের।
বৃহস্পতিবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, সরকারের কাছে লুইসের ব্যাপারে বিশেষ আবেদন করেছেন তারা। তিনি জানান, সেই অনুমতি মিললে পরপর দুটি করোনা টেস্টে নেগেটিভ ফল এলেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন এই ইংলিশ কোচ।
তিনি বলেন, ‘ব্রিটিশ নাগরিকদের ক্ষেত্রে ১৪ দিনের বিধিনিষেধ রয়েছে। আমরা সে ব্যাপারে সরকারের সঙ্গে কথা বলেছি। সংশ্লিষ্ট অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি। বিশেষ অনুমতির জন্য আবেদন করা হয়েছে।
‘শুধু জন লুইস নন, আরও কয়েক জন ব্রিটিশ স্টাফ রয়েছেন। তাদের মওকুফের জন্য আবেদন করা হয়েছে। এটি ইতোপূর্বেও সরকার আমাদের দিয়েছিলেন। সেটা প্রক্রিয়াধীন আছে। সেটি হলে আর পরপর দুইটি পরীক্ষায় নেগেটিভ প্রমাণিত হলেই তারা দলের সঙ্গে যোগ দিবেন।’
নিজামউদ্দিন আরও জানান, খেলোয়াড়দের করোনা পরীক্ষা হবে তাদের বাসায় গিয়ে।
৫৩ বছর বয়সী লুইস সম্প্রতি ইংল্যান্ড জাতীয় ওয়ানডে দলের ব্যাটিং কোচের দায়িত্বও পালন করেছেন। ২০১৮-১৯ মৌসুমে লুইস শ্রীলঙ্কা দলের ব্যাটিং কোচ ছিলেন।
ইসিবির লেভল ফোর কোচিং সনদ পাওয়া লুইস ২০১৩-১০১৮ পর্যন্ত ডারহামের প্রধান কোচ ছিলেন।