বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বৃষ্টিস্নাত প্রথম দিনে অস্ট্রেলিয়ার আধিপত্য

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৭ জানুয়ারি, ২০২১ ১৫:০৮

সংক্ষিপ্ত স্কোর: অস্ট্রেলিয়া ১৬৬/২, ৫৫ ওভার (ল্যাবুশেন ৬৭*, পুকোভস্কি ৬২, সাইনি ১/৩২, সিরাজ ১/৪৬)

মেলবোর্নে আগের টেস্টে ভাগ্যে জুটেছিল হার। সিরিজে এগিয়ে যেতে সিডনিতে তাই জয়ের বিকল্প নেই অস্ট্রেলিয়ার। প্রথম দিনের পুরোটাতেই ভারতের ওপর আধিপত্য বিস্তার করে আপাতত সে পথেই আছে স্বাগতিকরা।

বৃষ্টির কারণে প্রথম সেশনে খেলাই হয়নি প্রায়। সব মিলিয়ে সারা দিনে খেলা হয়েছে ৫৫ ওভার। তাতে মাত্র দুই উইকেট হারিয়ে ১৬৬ তুলেছে অস্ট্রেলিয়া।

নিজের অভিষেকেই ফিফটি তুলে নিয়েছেন উইল পুকোভস্কি। সঙ্গে ফিফটি করে দিন শেষে অপরাজিত আছেন মার্নাস ল্যাবুশেন। তার সঙ্গে ক্রিজে আছেন স্টিভ স্মিথ।

দিনের চতুর্থ ওভারেই মোহাম্মদ সিরাজের বলে চেতেশ্বর পূজারাকে প্রথম স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান এই ম্যাচ দিয়ে ইনজুরির পর ফেরা ডেভিড ওয়ার্নার।

সাত ওভার শেষ হওয়ার পরই শুরু হয় বৃষ্টি। তাতে খেলা বন্ধ থাকে প্রায় চার ঘণ্টা।

মাত্র ২৬ রানেই অবশ্য পুকোভস্কিকে ফেরাতে পারতেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু উইকেটের পেছনে ঋষভ পন্ত তার ক্যাচ ফেললে তা আর হয়নি।

ওভার দুয়েক পরে আবারও পুকোভস্কির ক্যাচ ফেলেন পন্ত। এবার অবশ্য সিরাজের বলে। এই দুই জীবন পেয়ে কোনো ভুল করেননি অজি ওপেনার। নিজের অভিষেক টেস্টেই তুলে নেন ফিফটি।

পুকোভস্কিকে শেষ পর্যন্ত বিদায় করেন আরেক অভিষিক্ত নাভদিপ সাইনি। লেগ বিফোরের ফাঁদে ফেলে এই ডানহাতি ব্যাটসম্যানকে ৬২ রানে ফেরান সাইনি।

এরপর অবশ্য আর কোনো উইকেট তুলে নিতে পারেনি ভারত। ল্যাবুশেন তুলে নেন নিজের ফিফটি, স্মিথকে নিয়ে ৬০ রানের অপরাজিত জুটি গড়ে দিন শেষ করেন তিনি।

বৃষ্টিতে প্রথম দিনের ৩৫ ওভার হারানোয় দ্বিতীয় দিনে খেলা শুরু হবে নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগে, বাংলাদেশ সময় ভোর পাঁচটায়।

এ বিভাগের আরো খবর