ব্যায়াম করার পর গত শনিবার মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সঙ্গে বুকে ব্যথা অনুভব করায় তাকে ভর্তি করা হয় কলকাতার উডল্যান্ড হাসপাতালের জরুরি বিভাগে।
সৌরভকে ইমার্জেন্সিতে ভর্তি করানোর পর তার এনজিওগ্রাম করানো হয়। চিকিৎসকেরা এরপর তার এনজিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেন। সেই এনজিওপ্লাস্টি করে তার আর্টারিতে স্টেন্ট বসানো হয় শনিবার।
অপারেশন সফল হলেও পর্যবেক্ষণের জন্য সৌরভকে রাখা হয়েছিল হাসপাতালেই। তবে আজকে আর হাসপাতালে থাকতে হচ্ছে না তাকে। বৃহস্পতিবার সকালে সৌরভকে উডল্যান্ড হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়।
হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সৌরভ জানান, তিনি ভালো আছেন।
‘আমি চিকিৎসার জন্য হাসপাতালের চিকিৎসকদের ধন্যবাদ জানাই। আমি একদম ঠিক আছি। আশা করছি, খুব দ্রুতই বিমানে চড়তে পারব।’
উডল্যান্ড হাসপাতালের এমডি ও প্রধান নির্বাহী ড. রুপালি বসু জানান, হাসপাতাল ছাড়ার পরও নিয়মিত পর্যবেক্ষণে রাখা হবে সৌরভকে।