নিজের ক্যারিয়ারে যে কয়জন বোলারের সঙ্গে দ্বৈরথ জমিয়ে তুলেছিলেন শচিন টেন্ডুলকার, তাদের মধ্যে অন্যতম গ্লেন ম্যাকগ্রা। ক্রিকেটের দুই কিংবদন্তি অসংখ্য স্মরনীয় ডুয়েল উপহার দিয়েছেন ক্রিকেট ভক্তদের। ম্যাকগ্রাও অসংখ্যবার বলেছেন ব্রায়ান লারা ও টেন্ডুলকারের উইকেট শিকার করাটাই সবচেয়ে উপভোগ করতেন তিনি।
এমন দুই পুরনো ‘শত্রু’ দীর্ঘদিন পর এক হলেন মহৎ এক লক্ষ্যে। প্রতি বছর সিডনিতে ‘ম্যাকগ্রা ফাউন্ডেশন’ এর আয়োজনে অনুষ্ঠিত হয় পিংক টেস্ট। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা এই বিশেষ ম্যাচটিতে গোলাপি রঙয়ের টুপি ব্যবহার করেন। স্টাম্প এবং মাঠের চারদিকে থাকে রংটির প্রাধান্য।
গোলাপির এই ছড়াছড়ি উদ্দেশ্যটা মহৎ। বিশ্বজুড়ে স্তন ক্যান্সারের সচেতনতার রঙ হিসেবে ব্যবহৃত হয় গোলাপি। ম্যাকগ্রা ফাউন্ডেশন এই সচেতনতার জন্যই সিডনি ক্রিকেট গ্রাউন্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়া কর্তৃপক্ষের মিলে প্রতি বছর আয়োজন করে এই বিশেষ টেস্ট ম্যাচ।
ম্যাকগ্রা এই বছর পিঙ্ক টেস্টে পাশে পাচ্ছেন টেন্ডুলকারকে। তহবিলের জন্য নিজের ব্যবহৃত একটি টেস্ট শার্ট সই করে ম্যাকগ্রাকে দিয়েছেন ভারতীয় মাস্টার ব্লাস্টার। টুইটারে নিজে রো ম্যাকগ্রার একটি ছবি পোস্ট করে শচিন লেখেন, ‘ম্যাকগ্রা, তার টিম ও বিশেষ করে ওইসব নার্সদেরকে আমার শুভেচ্ছা যারা এই উদ্যোগটা পরিচালিত করছেন।’
পিঙ্ক টেস্ট ম্যাচ থেকে পাওয়া সকল তহবিল দেয়া হয় ম্যকগ্রা ফাউন্ডেশন পরিচালিত ‘ব্রেস্ট কেয়ার নার্সেস’ নামের নার্সদের একটি সংস্থায়।গ্লেন ম্যাকগ্রার স্ত্রী জেন স্তন ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর ২০০৫ সালে মৃত্যু বরণ করেন। তারপরই অস্ট্রেলিয়ান এই ফাস্ট বোলার শুরু করেন এই সচেতনতার কাজ। ২০০৯ সালে প্রথম খেলা হয় পিঙ্ক টেস্ট।